অ্যাশেজ শুরুর ঠিক আগে বড় ধাক্কা খেল অস্ট্রেলিয়া। হ্যামস্ট্রিং–চোটের কারণে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট থেকে বাদ পড়েছেন জশ হ্যাজলউড। সিরিজের উদ্বোধনী ম্যাচে খেলার জন্য তাকে আগে ফিট বলা হলেও নতুন করে চোটের শঙ্কা তাকে আবারও সাইডলাইনে পাঠিয়েছে।

ক্রিকেট অস্ট্রেলিয়া জানায়, বুধবারের প্রাথমিক স্ক্যানে হ্যাজলউডের কোনো মাংসপেশির সমস্যা ধরা না পড়লেও পরবর্তী ফলো-আপ ইমেজিংয়ে তার চোট নিশ্চিত হয়েছে। এজন্য পার্থ স্টেডিয়ামে প্রথম অ্যাশেজ টেস্টে তাকে না খেলানোর সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজমেন্ট। হ্যামস্ট্রিংয়ে টান ও অস্বস্তি থাকার কারণে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে।

হ্যাজলউডের অনুপস্থিতিতে ব্রেন্ডন ডগেটের অভিষেক হওয়ার সম্ভাবনা জোরালো হয়েছে।

স্টিভেন স্মিথ (অধিনায়ক), স্কট বোলান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার।