যুক্তরাষ্ট্র ক্রিকেটের (ইউএসসি) সদস্যপদ স্থগিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, মঙ্গলবার এক ভার্চুয়াল সভার পর এ সিদ্ধান্ত নেয়া হয়। পরে আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে আইসিসি। মূলত ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হিসেবে ‘বারবার ও ধারাবাহিকভাবে’ বাধ্যবাধকতা অমান্য করার দায়ে এ শাস্তি পেল ইউএসসি। বিষয়টি এক বছর ধরে পর্যালোচনা করার পর সংশ্লিষ্ট অংশীদারিদের সঙ্গে আলোচনা করে আইসিসির বোর্ড মিটিংয়ে এ সিদ্ধান্ত নেয়া হয়।আইসিসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘স্থগিতাদেশ দুঃখজনক হলেও খেলার দীর্ঘমেয়াদি স্বার্থ রক্ষায় এটি প্রয়োজনীয় পদক্ষেপ।’ গত জুলাইয়ে ‘অবাধ ও সুষ্ঠু নির্বাচন’ আয়োজন ও প্রশাসনিক সংস্থার পরিচালনার জন্য আইসিসির সভায় ইউএসসিকে তিন মাসের সময় বেধে দেয়া হয়। তবে দুই মাসের কিছু সময় পরই শাস্তির খড়গ নেমে আসলো তাদের ওপর। ক্রিকবাজের তথ্য অনুযায়ী, ইউএসসি-এর কার্যকর পরিচালনাব্যবস্থা গড়ে তুলতে ব্যর্থ হওয়ার পাশাপাশি দেশের অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির স্বীকৃতি অর্জনে কোনো অগ্রগতি দেখাতে পারেনি, এবং বারবার তারা এমন কর্মকা-ে লিপ্ত হয়েছে, যা ক্রিকেটের ‘সুনাম ক্ষুণœ’ করেছে। এসব কারণেই স্থগিতাদেশ দেয়া হয়েছে। তবে এমন শাস্তির পরও আইসিসি টুর্নামেন্টগুলোতে খেলতে পারবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল।

ইএসপিএনক্রিকইনফো জানায়, আগামী বছর ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে তারা অংশগ্রহণ করে পারবে। এমনকি ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও খেলতে পারবে যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আপাতত আইসিসি ও তাদের মনোনীত প্রতিনিধিরা যুক্তরাষ্ট্র দলটির দেখভাল করবে। যুক্তরাষ্ট্র ক্রিকেট যাতে আবারও সদস্যপদ ফিরে পেতে পারে, সেজন্য আইসিসির ব্যবস্থাপনায় একটি স্বাভাবিকীকরণ কমিটি সংস্কারের রূপরেখা তৈরি করবে। এ কার্যক্রমে রয়েছে শাসনব্যবস্থা, কার্যক্রম ও কাঠামোগত পরিবর্তন।