ইনজুরি কাটিয়ে দলে ফিরে আবারও চমক দেখালেন পেসার তাসকিন আহমেদ। তাসকিন মাঠে নামলেই যেন নিজের সর্বোচ্চটা দিতে প্রস্তুত থাকেন। শ্রীলংকার বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর বিশ্রাম নেয়ার সুযোগ পান দ্বিতীয় ম্যাচে। গতকাল তৃতীয় ও শেষ ওয়ানডেতে আবারও একাদশে ফিরেছেন তিনি। দলে ফিরেই এক পরিসংখ্যান এনে দিয়েছে গর্বের এক মুকুট। ২০২৩ সালের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ওয়ানডে ক্রিকেটে যারা কমপক্ষে ১৫০ ওভার বোলিং করেছেন, তাদের মধ্যে সেরা ইকোনমি রেট এখন তাসকিন আহমেদের। এই সময়ের মধ্যে ২৭ ইনিংসে বল করে ৪৬টি উইকেট শিকার করেছেন তাসকিন। তার ইকোনমি রেট মাত্র ৪.৮৭, যা বাকি সব পেসারদের চেয়ে ভালো। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি এ সময়ে ২৬ ইনিংসে ৪৯টি উইকেট শিকার করেছেন। তবে ইকোনমির (৫.১৫) দিক থেকে তাসকিনের পেছনে পড়েছেন। তালিকায় তিনে আছেন দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা। ১৯ ইনিংসে ৫.৩২ ইকোনমিতে ৩৩ উইকেট পেয়েছেন প্রোটিয়া তারকা। এ ছাড়া জস হ্যাজলউড ২২ ইনিংসে ৫.৩৮ ইকোনমিতে ৩০ উইকেট ঝুলিতে পুড়েছেন। এই তালিকায় ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজ, পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি বা ইংল্যান্ডের মার্ক উডের মতো নামও তাসকিনের পেছনে। বাংলাদেশের ক্রিকেটে পেস বোলিংয়ের যে নবজাগরণ চলছে। তাসকিন আহমেদের এই পরিসংখ্যান সেটিকে আরও দৃঢ়তা দিচ্ছে। ইনজুরি সত্ত্বেও মাঠে তার পারফরম্যান্স জাতীয় দলের জন্য যেমন আশার আলো তেমনি তরুণ পেসারদের জন্যও অনুপ্রেরণা।

বেস্ট ইকোনমির পাঁচ পেসার (০১ জানুয়ারি, ২০২৩ থেকে)

খেলোয়াড় দেশ ইনিংস উইকেট ইকোনমি

তাসকিন আহমেদ বাংলাদেশ ২৭ ৪৬ ৪.৮৭

ম্যাট হ্যানরি নিউজিল্যান্ড ২৬ ৪৯ ৫.১৫

কাগিসো রাবাদা দ: আফ্রিকা ১৯ ৩৩ ৫.৩২

জস হ্যাজলউড অস্ট্রেলিয়া ২২ ৩০ ৫.৩৮

মোহাম্মদ সিরাজ ভারত ২৭ ৪৭ ৫.৪১