আরব আমিরাতের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে বাংলাদেশ নারী অনূর্ধ্ব-১৭ দল। বৃহস্পতিবার রাতে আরব আমিরাতে ম্যাচটি অনুষ্ঠিত হয়। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে হয় অন্য গোল।
বাংলাদেশের হয়ে কে গোল করেছেন সেটি জানা যায়নি। ম্যাচটি সরাসরি সম্প্রচার না হওয়ায় সাংবাদিকদের নিউজ করার একমাত্র অবলম্বন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি। ম্যাচ শেষ হওয়ার পর বাফুফের বিজ্ঞপ্তিতে ৩-০ গোলে জয়ের কথা থাকলেও কত মিনিটে বা কে গোল করেছেন তা উল্লেখ নেই।
একদিন আগে সিরিয়ার বিপক্ষে ২-০ গোলে জেতে বাংলাদেশ। সেই ম্যাচে জোড়া গোল করেন আলপি আক্তার। দলের সঙ্গে থাকা মিডিয়া অফিসার সে তথ্য জানান ম্যাচ শেষ হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর। ওই ম্যাচের পর মুঠোফোনে বার্তা পাঠিয়েও জানা যায়নি গোলস্কোরারের নাম।
বাংলাদেশ অনূর্ধ্ব -১৭ দল আজ পৌঁছাবে জর্ডান। এএফসি নারী অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাই খেলবে লাল সবুজের কিশোরীরা। তার আগে সংযুক্ত আরব আমিরাতে দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাস সঙ্গী করেছে আলপি, সুরভী আকন্দ প্রীতিরা। এবার মূল প্রতিযোগিতায় দারুণ কিছুর প্রত্যাশায় দেশের ফুটবলপ্রেমিরা।