ভারত, ইংল্যান্ডের পাঁচ ম্যাচের সিরিজটি ছিল নাটকীয়তায় ভরা। একজন ক্রিকেট সমর্থকের কাছে টেস্ট ম্যাচে যা হওয়ার দরকার তাই হয়েছে। বিশেষ করে সিরিজের শেষ ম্যাচে টান টান উত্তেজনায় ঠাসা ম্যাচে মাত্র ৬ রানে জিতে শেষ হাসি হেসেছে ভারত। আর নায়ক ভারতীয় পেসার মোহাম্মাদ সিরাজ। সিরিজ ড্রয়ের দিনে ম্যাচসেরা হয়ে এ পেসার বলেন ক্রিস্টিয়ানো রোনালদোর একটি ওয়ালপেপার তার মনে বিশ্বাস এনে দিয়েছিল যে তিনি পারবেন। সিরাজের বলে ইংল্যান্ডের শেষ ব্যাটার গাস আটকিনশন যখন বোল্ড হলেন। সিরাজের সেই আইকনিক রোনালদো সেলিব্রেশন বলে দেয় রোনালদো কতটুকু অনুপ্রেরণা জুগিয়েছিল সিরাজকে। ম্যাচ শেসে প্রেস ব্রিফিংয়ে সিরাজ বলেন, ‘আজ সকালে উঠেই আমি এই ইমোজি খুঁজছিলাম। ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে তৈরি ‘বিশ্বাস’। তারপর সেটি সবাইকে দেখিয়ে তিনি বলেন, ‘আমি জানতাম আমাকে দিয়ে বিশেষ কিছু সম্ভব। সাধারণত আমি সকালে ৮টায় ঘুম থেকে উঠি। কিন্তু রোনালদোর ছবিটা এদিন ওয়ালপেপারে দেয়ার জন্য আমি ছয়টায় উঠে পড়েছিলাম’।

শেষদিনের রোমাঞ্চের অপেক্ষায় ছিল ওভাল টেস্ট ম্যাচ। জয়ের জন্য ইংল্যান্ডকে করতে হতো ৩৫ রান। আর ভারতের দরকার ছিল ৫ উইকেট। সবাই ভেবে নিয়েছিল হয়তো ইংল্যান্ড সিরিজ জিতেই যাবে। এমন সমীকরণেও মোহাম্মাদ সিরাজের দুর্দান্ত বোলিংয়ে শেষ হাসি হাসে ভারত। শেষদিনে ৪ উইকেটের মধ্যেই তিনটাই নেন সিরাজ। সব মিলিয়ে ম্যাচটিতে ৯ উইকেট নেন ৩১ বছর বয়সী এ পেসার।