গুজরাট টাইটান্সের অধিনায়ক শুবমান গিলকে পঞ্চম ওভারে আউট করেই রেকর্ড ছোঁন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলার ভুবনেশ্বর কুমার।
আইপিএল ইতিহাসে পেসারদের তালিকায় যৌথভাবে শীর্ষ উইকেট শিকারি হলেন তিনি। চেন্নাই সুপার কিংসের সাবেক পেসার ডোয়াইন ব্রাভোকে ছুঁয়েছেন ভুবনেশ্বর। ২৩ রান খরচায় ১ উইকেট নেন ভুবনেশ্বর। অবশ্য তার রেকর্ড ছোঁয়ার দিনে বেঙ্গালুরু প্রথম হার দেখেছে। প্রথম দুই ম্যাচ জেতার পর তারা গুজরাটের কাছে হেরেছে ৮ উইকেটে।
ব্রাভো ১৬১ ম্যাচে ১৮৩ উইকেট নিয়ে শীর্ষে। তাকে ছুঁতে ভুবনেশ্বরকে খেলতে হয়েছে ১৭৮ ম্যাচ। প্রতিযোগিতার ইতিহাসে ভারতীয় বোলার হিসেবে তৃতীয় সর্বোচ্চ উইকেটের মালিক ভুবনেশ্বর। তার উপরে আছেন যুজবেন্দ্র চাহাল (২০৬) ও পিযুষ চাওলা (১৯২)।