আগামী ১১ এপ্রিল শুরু হবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল)। এই লিগে খেলার সুযোগ পেয়েছেন বাংলাদেশের তিন ক্রিকেটার- লিটন দাস, রিশাদ হোসেন ও নাহিদ রানা। লিটন ও রিশাদ পুরো মৌসুমের জন্য পেলেও নাহিদ রানা শর্তসাপেক্ষে অনাপত্তিপত্র পেয়েছেন। বাংলাদেশ সময় সোমবার সন্ধ্যায় রিশাদ পাকিস্তানের উদ্দেশে রওনা হয়ে পৌঁছেও গেছেন। গতকাল সকালে পাকিস্তানের পথ ধরেন লিটন দাস। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে বিমানে ওঠার পর একটি ছবি পোস্ট করে বিষয়টি নিশ্চিত করেছেন নিজেই। এ বছরের জানুয়ারিতে পিএসএল ড্রাফট থেকে লিটনকে নিয়েছে করাচি কিংস। রিশাদ খেলবেন লাহোর কালান্দার্সে। আর পেশাওয়ার জালমি নিয়েছে নাহিদ রানাকে। নাহিদ জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলেই পিএসএলে খেলতে রওনা হতে পারবেন। ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ। পিএসএল ১১ এপ্রিল থেকে ১৮ মে পর্যন্ত চলবে। পিএসএলের দশম আসর অনুষ্ঠিত হবে মোট চারটি ভেন্যুতে। ৩৮ দিনে হবে ৩৪টি ম্যাচ। এবারের আসরের উদ্বোধনী ম্যাচে রাওয়ালপিন্ডি স্টেডিয়ামে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ইসলামাবাদ ইউনাইটেড ও দুইবারের শিরোপাজয়ী লাহোর কালান্দার্স। বিমানে উঠে নিজের একটি ছবি পোস্ট করে ক্যাপশন দিয়ে লিটন লিখেছেন, ‘পিএসএলে করাচি কিংসের হয়ে খেলতে পাকিস্তানের পথে। রোমাঞ্চকর সময় আসছে। সবার প্রার্থনা ও সমর্থন চাইছি।’ অন্য দিকে, দেশ ছাড়ার আগে রিশাদ গণমাধ্যমকে জানিয়ে গেছেন, পিএসএলের এই সুযোগটা তার ক্যারিয়ারের জন্য কতটা সহায়ক হবে, ‘আমি পিএসএলে যাচ্ছি এটা আমার জন্য সুযোগ। আমার ভবিষ্যতের জন্য ভালো, বাংলাদেশ ক্রিকেটের জন্যও ভালো। আমি চেষ্টা করবো এখান থেকে যতটুকু নেয়া যায়।’