ইনজুরির কারনে এশিয়া কাপ ও আফগানিস্তান সিরিজে গুরুত্বপূর্ণ দুই ম্যাচে খেলতে পারেন নি টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। তবে ইনজুরি কাটিয়ে আবার দলে ফিরেছেন লিটন। আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবেন এই অেধিনায়ক। মাঠে নামার আড়ে গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কথা বলেছেন লিটন। ইনজুরি থেকে সেরে মাঠে ফেরার অনুভূতি নিয়েও খোলামেলা কথা বলেন এই উইকেটকিপার-ব্যাটার। তিনি বলেন, ‘একজন খেলোয়াড় হিসেবে খেলতে না পারা সত্যিই কষ্টের। শুধু এশিয়া কাপ নয়, আফগানিস্তান সিরিজও আমি ঘরে বসে দেখেছি। তখন আমি ভালো ফর্মে ছিলাম, পারফর্মও করছিলাম, দলকে নেতৃত্ব দিচ্ছিলাম। তাই বাইরে বসে দলের খেলা দেখা খুব কষ্টের ছিল। তবে মেনে নিতে হয়Ñইনজুরি এমন কিছু যা কারও হাতের মধ্যে থাকে না।’ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস বলেছেন, চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার দল কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ুক। এমনটা হলে সেটা আগামী বছরের ফেব্রুয়ারিতে শ্রীলংকা ও ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতিতে বড় ভূমিকা রাখবে। বাংলাদেশের সামনে মূল আসরের আগে রয়েছে মাত্র দুটি টি-টোয়েন্টি সিরিজ। প্রথমটি কাল সোমবার শুরু হবে ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে আগামী মাসে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে। এদিকে, নাজমুল হোসেন শান্ত টেস্ট অধিনায়কের দায়িত্ব ছাড়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন নতুন নেতৃত্ব খুঁজছে। আগেও বিকল্প অধিনায়ক হিসেবে লাল বলের দায়িত্ব সামলেছেন লিটন। বর্তমানে তিনি টি-টোয়েন্টি দলের নিয়মিত অধিনায়ক। তবে এখন পর্যন্ত তাকে আনুষ্ঠানিকভাবে কোনও প্রস্তাব দেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি, ‘এখন পর্যন্ত আমি কিছুই জানি না। যদি তারা মনে করে আমি উপযুক্ত, নিশ্চয়ই আমার সঙ্গে কথা বলবে। দেখি শেষ পর্যন্ত কী সিদ্ধান্ত হয়। একজন ক্রিকেটারের জন্য টেস্ট অধিনায়ক হওয়া বিশাল ব্যাপারÑআমি মনে করি, কেউই সেটা ফিরিয়ে দেবে না। তবে এখন পর্যন্ত আমাকে কিছু জানানো হয়নি।’ তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে নেতৃত্বের অভিজ্ঞতা আছে লিটন দাসের। তবে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন কেবল টি-টোয়েন্টিতে। তার নেতৃত্বে এই ফরম্যাটে টানা চারটি সিরিজ জিতেছে বাংলাদেশ দল। এশিয়া কাপেও লড়াই করেছে ফাইনালের দোরগোড়ায়। সব মিলিয়ে টি-টোয়েন্টিতে লিটনের অধিনায়কত্ব এখন পর্যন্ত বেশ সফল বলা যায়। এবার আলোচনায় টেস্ট নেতৃত্ব। আগামী মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নতুন টেস্ট অধিনায়ক ঘোষণা করবে, এমনটাই ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানিয়েছেন, টেস্ট দলের নেতৃত্ব নিয়ে তিন-চারজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনা চলছে। অতীতে একাধিকবার অন্তর্বর্তীকালীনভাবে টেস্টে নেতৃত্ব দিয়েছেন লিটন। এবার যদি স্থায়ীভাবে টেস্ট দলের নেতৃত্ব তার কাঁধে আসে, তবে সেটিই হবে তার ক্রিকেট ক্যারিয়ারের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।