বিপিএল দ্বাদশ আসরকে সামনে রেখে দেশি ক্রিকেটারদের খসড়া তালিকা চূড়ান্ত করেছে বিপিএল গভর্নিং কাউন্সিল। আগামী ৩০ নভেম্বর অনুষ্ঠেয় ‘প্লেয়ার্স ড্রাফট’ বা নিলামে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৬৬ জন দেশি ক্রিকেটারের নাম তোলা হবে। সর্বোচ্চ ৫০ লাখ টাকা ভিত্তিমূল্যের ‘এ’ ক্যাটাগরিতে রাখা হয়েছে ৬ জন শীর্ষ ক্রিকেটারকে। তারা হলেন-লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।
এর মধ্যে তিনজনকে ইতিমধ্যেই সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো। ঢাকা ক্যাপিটালস নিয়েছে পেসার তাসকিন আহমেদকে, সিলেট টাইটান্সের সঙ্গে চুক্তি করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ এবং কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান খেলবেন রংপুর রাইডার্সে। ফলে ‘এ’ ক্যাটাগরি থেকে নিলামে দল পাওয়ার অপেক্ষায় থাকবেন লিটন দাস, তানজিদ তামিম ও নাঈম শেখ। সরাসরি চুক্তি ২০ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন ‘বি’ ক্যাটাগরিতে। মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তাওহীদ হৃদয়ের মতো জাতীয় দলের নিয়মিত মুখরা আছেন এই তালিকায়।
এই ক্যাটাগরির বেশ কয়েকজনকেও সরাসরি চুক্তিতে দলে নেয়া হয়েছে। রংপুর রাইডার্স দলে টেনেছে উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহানকে। নতুন দল নোয়াখালী এক্সপ্রেস নিশ্চিত করেছে পেসার হাসান মাহমুদ ও ওপেনার সৌম্য সরকারকে। চট্টগ্রাম রয়্যালস চুক্তিবদ্ধ করেছে শেখ মেহেদী হাসান ও তানভীর ইসলামকে। এছাড়া স্পিনার নাসুম আহমেদ খেলবেন সিলেটে এবং সাইফ হাসান যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। মিডল অর্ডার ও তরুণ ক্রিকেটারদের নিয়ে সাজানো হয়েছে ‘সি’ ক্যাটাগরি। এই তালিকায় আছেন আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, আকবর আলী, এনামুল হক বিজয় ও সাব্বির রহমানের মতো ক্রিকেটাররা।
অন্যদিকে, ‘ডি’ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন জিসান আলম, নাজমুল ইসলাম অপু ও নাসির হোসেনসহ বেশ কয়েকজন।
‘ই’ ক্যাটাগরিতে রয়েছেন শফিকুল ইসলাম, শুভাগত হোম, ফজলে রাব্বি ও ইরফান শুক্কুর। আর সর্বনিম্ম ‘এফ’ ক্যাটাগরিতে আছেন অভিজ্ঞ পেসার শফিউল ইসলাম, আবু জায়েদ রাহি ও মার্শাল আইয়ুব। ১৬৬ জন ক্রিকেটারের এই বিশাল তালিকা দলগুলোকে স্কোয়াড সাজাতে দারুণ সব বিকল্প এনে দেবে। এখন অপেক্ষা ৩০ নভেম্বরের, যেদিন নিলামের টেবিলে নির্ধারিত হবে বাকি ক্রিকেটারদের গন্তব্য।