টেস্ট ও টি-টোয়েন্টির পর ভারতের ওয়ানডের নেতৃত্ব নিয়েও আছে জল্পনা। বর্তমান অধিনায়ক রোহিত শর্মা যে পড়ন্ত বেলায় আছেন এটা স্বীকার করবেন যে কেউ। সাদা বলের ক্রিকেটেও গিলকে নেতৃত্ব দেয়া হতে পারে এমন গুঞ্জনও পুরোনো। এর মধ্যে নতুন খবর সামনে এলো। ভারতের পরবর্তী ওয়ানডে অধিনায়ক হতে পারেন শ্রেয়স আইয়ার। বিসিসিআই সূত্রে এমনটাই জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। নির্বাচকরা মনে করছেন শ্রেয়াস লম্বা রেসের ঘোড়া। অন্তত অধিনায়কত্বের ক্ষেত্রে। যদিও এশিয়া কাপের দলে শ্রেয়াস সুযোগ না পাওয়ায় দল নির্বাচন নিয়ে প্রশ্ন উঠছে। তবে বিসিসিআইয়ের অঙ্কটা বেশ পরিস্কার। যে গিলকে টেস্টের পাশাপাশি টি-টোয়েন্টি দলের অধিনায়কও করা হবে আগামীতে। আর রোহিতের পরিবর্তে ওয়ানডে অধিনায়ক হিসেবে বোর্ড কর্তাদের মাথায় ঘুরছে শ্রেয়াসের নাম। সূত্রের খবর, এশিয়া কাপের পরেই ভারতের ওয়ানডে দল নিয়ে একটা সিদ্ধান্ত নিতে পারে বিসিসিআই। সূত্রের খবর, রোহিত ও কোহলির থেকে ওয়ানডে ভবিষ্যৎ নিয়ে কথা বলতে চায় বোর্ড। দু’জনকেই ভাবার পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। সবচেয়ে বড় কথা নির্বাচকরা আর রোহিতকে ওয়ানডে অধিনায়ক চান না। এদিকে, সূত্রের খবর রোহিত ও কোহলি সম্ভবত অস্ট্রেলিয়াতেই শেষ ওয়ানডে সিরিজ খেলবেন।