আর মাত্র ৪৯ দিন পর শুরু হবে আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপ। গতকাল সোমবার ভারতের মুম্বাইয়ে ‘৫০ দিন বাকি’ অনুষ্ঠান আয়োজন করে বিশ্বকাপের আনুষ্ঠানিক কাউন্টডাউন শুরু করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল ও ভারতীয় বোর্ড বিসিসিআই। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতের বিশ্বকাপজয়ী যুবরাজ সিং, নারী ক্রিকেটের কিংবদন্তি মিতালি রাজ, এবং বর্তমান তারকা হারমানপ্রীত কৌর, স্মৃতি মন্ধানা ও জেমিমা রদ্রিগেজ।

আইসিসি চেয়ারম্যান জয় শাহ এই আয়োজনকে নারী ক্রিকেটের জন্য এক “গুরুত্বপূর্ণ মুহূর্ত” হিসেবে বর্ণনা করে বলেন, “নারী ক্রিকেটের জন্য ২০২৫ বিশ্বকাপের ভারতে ফেরা এক সংজ্ঞায়িত মুহূর্ত, যা বিশ্বমানের টুর্নামেন্টের মাধ্যমে ক্রিকেটের বৈশ্বিক মর্যাদা আরও উঁচু করবে। এর আগে ভারত ১৯৭৮, ১৯৯৭ ও ২০১৩ সালে নারী ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করেছে।গতকালের অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় আইসিসি ট্রফি ট্যুর। মুম্বাই থেকে শুরু হয়ে এটি যাবে সব আয়োজক শহরে, যার মধ্যে দিল্লিও রয়েছে। বেঙ্গালুরুতে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ দিয়ে ৩০ সেপ্টেম্বর শুরু হবে নারী ওয়ানডে বিশ্বকাপ। বাকি ৬ দল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা। লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ চার দল খেলবে সেমিফাইনালে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৩ অক্টোবর পাকিস্তানের সঙ্গে কলম্বোতে। পাকিস্তান তাদের সব ম্যাচ খেলবে শ্রীলঙ্কায়। বেঙ্গালুতে ফাইনাল হবে ২ নভেম্বর।