সেঞ্চুরির জন্য ১ রানের অপেক্ষা ছিল ইংলিশ ব্যাটার জো রুটের। দ্বিতীয় দিনের প্রথম বলেই সে মাইলফলকের দেখা পেয়ে যান তিনি। জাসপ্রীত বুমরার বলে চার মেরে পূর্ণ করেন নিজের ৩৭ তম টেস্ট সেঞ্চুরি। সেই সঙ্গে টেস্টে সবচেয়ে বেশি সেঞ্চুরির তালিকায় ছাড়িয়ে যান ৩৬ বার তিন অঙ্ক ছোঁয়া ভারতীয় ব্যাটার রাহুল দ্রাবিড়কে।লাল বলের ক্রিকেটে এখন রুটের চেয়ে বেশি সেঞ্চুরি আছে শুধু শচীন টেন্ডুলকার, জ্যাক ক্যালিস ও রিকি পন্টিংয়ের।এদিকে এই ইনিংসের সৌজন্যে ভারতের বিপক্ষে টেস্টে সবচেয়ে বেশি রান তোলার রেকর্ডও গড়েছেন রুট। এরই মধ্যে ৩ হাজার রান ছাড়িয়ে গেছেন তিনি। দুই নম্বরে থাকা পন্টিং ভারতের বিপক্ষে করেছেন ২৫৫৫ রান। শুধু রেকর্ডের জন্যই নয়, রুটের এই সেঞ্চুরি ইংল্যান্ডের জন্য অন্য এক কারণেও বিশেষ তাৎপর্যপূর্ণ। কারণ তার সেঞ্চুরিটি এসেছে চাপের মুহূর্তে। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ব্যাটিংয়ে নেমে শুরুর দিকে কয়েকটি উইকেট হারায় দ্রুত। ব্যাটারদের আসা-যাওয়ার মাঝে দলকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। ঠান্ডা মাথায় খেলেন সাবলীল ইনিংস।এদিকে সেঞ্চুরির রেকর্ডে পেছনে ফেলার পর এবার টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায়ও দ্রাবিড়কে ছাড়িয়ে যাওয়ার হাতছানি রুটের সামনে। ১৩২১৯ রান নিয়ে তালিকায় পাঁচ নম্বরে আছেন তিনি। আর ৭০ রান করতে পারলেই ছাড়িয়ে যাবেন দ্রাবিড়কে। টেস্টে তার রান ১৩২৮৮ রান। সেঞ্চুরির পর সেই বুমরাহর বলে স্টাম্প গুঁড়িয়ে যায় রুটের। ফেরার আগে ১৯৯ বলের ইনিংসে ১০ চারের সাহায্য করেন ১০৪ রান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত লর্ডস টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩১০ রান তুলেছে স্বাগতিকরা।
ক্রিকেট
সেঞ্চুরির কীর্তিতে দ্রাবিড়কে ছাড়িয়ে গেলেন রুট
সেঞ্চুরির জন্য ১ রানের অপেক্ষা ছিল ইংলিশ ব্যাটার জো রুটের। দ্বিতীয় দিনের প্রথম বলেই সে মাইলফলকের দেখা পেয়ে যান তিনি। জাসপ্রীত বুমরার বলে চার মেরে পূর্ণ করেন নিজের ৩৭ তম টেস্ট সেঞ্চুরি।