বিশ্বকাপ বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। তবে, পরাজয়ের ক্ষেত্রেও সুযোগ আছে যদি তা হয় কম ব্যবধানে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়। চার ম্যাচে ৩ জয় নিয়ে ৬ পয়েন্টে আছে সারোয়ার ইমরানের দল। ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩ উইকেটে হারের পর কিছুটা চাপে পড়লেও, নেট রানরেট (+১.০৩৩) বাংলাদেশকে রেখেছে সুবিধাজনক অবস্থানে।
পাকিস্তান ইতোমধ্যে থাইল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে। থাইল্যান্ডকে ৮৭ রানে হারিয়ে বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৬ উইকেটে ২০৫ রান করে পাকিস্তান। জবাবে ১১৮ রানে অলআউট হয় থাইল্যান্ড। ৪ ম্যাচ খেলে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে পাকিস্তান। তাই এই ম্যাচে তারা কিছুটা নির্ভার থাকলেও, বাংলাদেশকে লড়তে হবে সমীকরণ, চাপ ও পারফরম্যান্সের ত্রিমাত্রিক চ্যালেঞ্জে। ব্যাটিংয়ে এখন পর্যন্ত দুর্দান্ত পারফর্ম করেছে টাইগ্রেসরা। সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে শারমিন আখতার (৪ ম্যাচে ২৪২ রান) ও দ্বিতীয় স্থানে অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (২৪০ রান)। ফারজানা হক ও রিতু মনিরাও রেখেছেন কার্যকর ভূমিকা। তবে বোলিংয়ে বাংলাদেশ এখনও তেমন আধিপত্য দেখাতে পারেনি। সুমনা ৯ উইকেট নিয়ে আছেন তালিকার ৫ম স্থানে, এক উইকেট কম নিয়ে তার পরেই ফাহিমা। স্পিনারদের ঘুরে দাঁড়ানোর ওপর অনেকটাই নির্ভর করছে দলের ভাগ্য। এখনো নিজের সেরা ছন্দে ফিরতে পারেননি পেসার মারুফা।
২০২৩ সালের নবেম্বরের শেষ সাক্ষাতে মিরপুরে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল টাইগ্রেসরা। দু’দলের এখন পর্যন্ত ১৫টি ম্যাচে রয়েছে সমান ৭টি জয় এবং একটি টাই। বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করতে এবারও সেই আত্মবিশ্বাস ও সামর্থ্যের প্রতিফলন ঘটাতে চায় নিগার সুলতানার দল। জয় না পেলেও, কম ব্যবধানে হার সেটিও হতে পারে ভারতের টিকিট পাওয়ার সিঁড়ি।