উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের স্মরণে বেশ কিছু উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এর মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টসের পর খেলার শুরুর আগে ১ মিনিট নীরবতা পালন করেছেন বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেটার, ম্যাচ অফিশিয়াল, সাংবাদিক ও গ্যালারির দর্শকেরা। সেই সঙ্গে দুই দলের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট ও ম্যাচ অফিশিয়ালরা কালো বাহুবন্ধনী পরেছেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বিতীয় টোয়েন্টিতে জাতীয় সংগীত বাজানো হয়নি। টসের সময় বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেছেন, ‘আমরা সবাই জানি, যা ঘটেছে, সেটা আমাদের কারও জন্যই সহজ ছিল না। এটি মেনে নেওয়া কঠিন। আমরা ভারাক্রান্ত হৃদয়ে খেলছি। আমি নিজেও একজন বাবা, সেই অনুভূতিটা বুঝি। নিশ্চিতভাবেই যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁরা খুব কষ্টে আছেন। এই মুহূর্তে আমরা শুধু দোয়াই করতে পারি তাঁদের জন্য।’এরই মধ্যে বিসিবিসহ বাংলাদেশ ও পাকিস্তানের ক্রিকেটারদের অনেকেই এই দুর্ঘটনায় শোক জানিয়েছেন। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা। প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে দারুণ জয় পেয়েছিল বাংলাদেশ দল।

মিরপুরে দ্বিতীয় ম্যাচে সিরিজ জয়ের দারুণ সুযোগ স্বাগতিকদের সামনে। বিপরীতে সিরিজ বাঁচানোর লড়াই পাকিস্তানের।বাংলাদেশ একাদশে এনেছে দুটি পরিবর্তন। পেসার তাসকিন আহমেদ ও ওপেনার তানজিদ হাসান তামিমকে রাখা হয়নি এই ম্যাচে। তাসকিনের জায়গায় ফিরেছেন শরীফুল ইসলাম। ওপেনার তামিমের জায়গা নেওয়া হয়েছে নাঈম শেখকে। পাকিস্তানের হয়ে অভিষেক হচ্ছে পেসার আহমেদ দানিয়েলের। বাদ পড়েছেন লেগ স্পিনার আবরার আহমেদ।