আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতায়। ভারতসহ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলংকার মাটিতে শুরু হচ্ছে ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ। 'সি' গ্রুপে থাকা লাল-সবুজের প্রতিনিধিরা গ্রুপ পর্বের তিনটি ম্যাচ খেলবে কলকাতায়।এমন সূচি দেখে সন্তুষ্টির কথা জানালেন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে বিশ্বকাপ সূচি প্রসঙ্গে লিটন বলেন, 'আমার কাছে মনে হয় টি-টোয়েন্টি ফরম্যাটে খেলাগুলা খুবই ভালো হওয়ার কথা। সবগুলো টিমই টি-টোয়েন্টি ফরম্যাটের জন্য ভালো দল। কলকাতায় খেলা হলে একটা সুবিধা যেটা, আমরা পরপর তিনটা গেম খেলব, এটা একটা প্লাস পয়েন্ট হতে পারে। আর আমরা চেষ্টা করব আমাদের বেস্ট ক্রিকেটটা খেলার।' আয়ারল্যান্ড সিরিজকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে দেখছেন লিটন। তিনি বলেন, 'আমি এখানেও চাই যে আমার প্লেয়াররা কঠিন অবস্থায় পড়বে। কিন্তু কঠিন অবস্থায় পড়ার পর যে জিনিসটা হয়েছিল শেষ সিরিজে, আমরা জিততে পারিনি। তবে এবার চেষ্টা করব যেন ঐখান থেকে, কঠিন অবস্থা থেকে বের হয়ে যেন ম্যাচগুলো জিততে পারি।' এই বৈশ্বিক টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই মাঠে নামছে বাংলাদেশ ক্রিকেট দল। মোট ২০টি দল নিয়ে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে দলগুলোকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে, যেখানে প্রতিটি গ্রুপে আছে পাঁচটি করে দল। বাংলাদেশ আছে 'সি' গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, নেপাল এবং ইতালি। গ্রুপ পর্বের শুরুতেই বাংলাদেশ তাদের প্রথম তিনটি ম্যাচ খেলবে কলকাতার বিখ্যাত ইডেন গার্ডেন্সে। উদ্বোধনী দিনেই অবাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বিকাল ৩টা ৩০ মিনিটে। এরপর ৯ ফেব্রুয়ারি একই মাঠে সকাল ১১টা ৩০ মিনিটে ইতালির বিপক্ষে খেলবে লাল-সবুজের প্রতিনিধিরা। প্রথম দুই ম্যাচের মতো ১৪ ফেব্রুয়ারি তৃতীয় ম্যাচেও কলকাতায় বিকাল ৩টা ৩০ মিনিটে ইংল্যান্ডের মুখোমুখি হবে লিটন দাসের দল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১৭ ফেব্রুয়ারি বাংলাদেশ মুম্বাইয়ের ওয়াঙখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে মাঠে নামবে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে। টুর্নামেন্টের গ্রুপ পর্বে প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে। প্রথম রাউন্ড শেষে প্রতিটি গ্রুপের শীর্ষ দুটি করে দল সুযোগ পাবে 'সুপার এইটে'। এই আটটি দল আবার দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। সুপার এইটের উভয় গ্রুপের খেলা শেষে শীর্ষে থাকা দুটি করে দল নিয়ে অনুষ্ঠিত হবে সেমিফাইনাল, যেখান থেকে নির্ধারিত হবে দুই ফাইনালিস্ট। আগামী ৮ মার্চ ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে ভারত ও শ্রীলঙ্কার মাটিতে যৌথভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই টি-টোয়েন্টি বিশ্বকাপের।
ক্রিকেট
বিশ্বকাপের তিন ম্যাচই কলকাতায় খেলবে বাংলাদেশ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের টানা তিন ম্যাচই বাংলাদেশ খেলবে কলকাতায়। ভারতসহ শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া এই সিরিজে বাংলাদেশের গ্রুপে রয়েছে ইংল্যান্ড
Printed Edition