জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শিরোপা ধরে রেখেছে রংপুর বিভাগ। মোহাম্মদ মিঠুনের খুলনাকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো আকবরের রংপুর বিভাগ। গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টুর্নামেন্টের ফাইনালে খুলনাকে ৮ উইকেট আর ৩ ওভার হাতে রেখেই হারিয়েছে রংপুর। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে ১৩৬ রানেই থেমে গিয়েছিল খুলনার ইনিংস। জবাবে ১৭ ওভারে লক্ষ্যে পৌঁছে যায় রংপুর। ছোট লক্ষ্য তাড়ায় উড়ন্ত সূচনা করে রংপুর। ৭ ওভারে ৬১ তুলে দেন দুই ওপেনার জাহিদ জাভেদ আর নাসির হোসেন। জাহিদ ২৪ বলে ২৭ করে আউট হন। হাফসেঞ্চুরির দোরগোড়ায় এসে ফেরেন নাসিরও। ৩১ বলে ৪৬ রানের ইনিংসে ৫টি বাউন্ডারি আর একটি ছক্কা হাঁকান তিনি। এরপর আবু হাশিম আর অভিজ্ঞ নাইম ইসলাম ম্যাচ বের করে নেন সহজেই। হাশিম ৩২ বলে ৪০ আর নাইম ১৫ বলে ১৯ রানে অপরাজিত থাকেন। এরআগে, ফাইনালে মোহাম্মদ মিঠুন আর মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে চড়ে রংপুর বিভাগের বিপক্ষে ৮ উইকেটে ১৩৬ রান করে খুলনা বিভাগ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে খুলনা। ইমরানুজ্জামান ০, এনামুল বিজয় ১৫ বলে ১২ আর সৌম্য সরকার ২২ বল খেলে মাত্র করেন ৮ রান। আফিফ হোসেন করেন ১০ বলে ১৪। তবে অধিনায়ক মোহাম্মদ মিঠুন আর পেস বোলিং অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরীর ব্যাটে কোনোমতে লড়াকু পুঁজি গড়েছে খুলনা। মিঠুন ৩২ বলে ১ চার আর ৩ ছক্কায় করেন ৪৪ রান। ১৩ বলে দুটি করে চার-ছক্কায় মৃত্যুঞ্জয়ের ব্যাট থেকে আসে ২৪ রান। আবদুল্লাহ আল মামুন ১৫ রানে নেন ২টি উইকেট।
ক্রিকেট
জাতীয় ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন রংপুর
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে শিরোপা ধরে রেখেছে রংপুর বিভাগ। মোহাম্মদ মিঠুনের খুলনাকে হারিয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে চ্যাম্পিয়ন হলো আকবরের রংপুর বিভাগ।