আগামী ১৯ ডিসেম্বর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। আগামী ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। দলগুলোকে নিয়ে প্রস্তুতি কাজও চলছে জোরেশোরে। দীর্ঘদিন ছয় ও সাত দলের ফরম্যাটে অভ্যস্ত বিপিএল এবার পাঁচ ফ্র্যাঞ্চাইজিকে নিয়ে আয়োজিত হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে ব্যস্ত সূচির মাঝেই জানুয়ারির ১৬ তারিখ ফাইনাল আয়োজনের পরিকল্পনা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। গতকাল পাঁচটি দলের নাম চূড়ান্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পূর্বের মালিকানা পরিবর্তন হলেও ফ্র্যাঞ্চাইজিগুলোর নাম বদলানো যাবে না এই নীতির ভিত্তিতেই নতুন নাম নিশ্চিত করেছে বোর্ড। যে পাঁচ ফ্র্যাঞ্চাইজি খেলবে এবারের বিপিএলে- ঢাকা ক্যাপিটালস, চট্টগ্রাম রয়্যালস, রাজশাহী ওয়ারিয়র্স, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স। গত মৌসুমের রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস নাম অপরিবর্তিত থাকলেও পরিবর্তন এসেছে চট্টগ্রাম, সিলেট ও রাজশাহীর ফ্র্যাঞ্চাইজি ব্র্যান্ডিংয়ে। চট্টগ্রামের নাম চট্টগ্রাম রয়্যালস, সিলেট খেলবে সিলেট টাইটান্স ও রাজশাহী অংশ নেবে রাজশাহী ওয়ারিয়র্স নামে। গুলশানের নাভানা টাওয়ারে অনুষ্ঠিত বিপিএল গভর্নিং কাউন্সিল সভার পর নতুন মালিকানা নিশ্চিত করা হয়। রংপুর রাইডার্সের মালিকানায় রয়েছে বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস, চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় ট্রায়াঙ্গাল সার্ভিস, রাজশাহী ওয়ারিয়র্সের মালিকানায় নাবিল গ্রুপ, সিলেট টাইটান্সের মালিকানায় ক্রিকেট উইথ সামি ও ঢাকা ক্যাপিটালসের মালিকানায় চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান)।