ক্রিকেট
আজ শুরু হচ্ছে প্রিমিয়ার ক্রিকেট লিগ
আজ থেকে তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে লোভনীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তিন ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস)
Printed Edition

আজ থেকে তিন ভেন্যুতে তিনটি ম্যাচ দিয়ে শুরু হতে যাচ্ছে দেশের সবচেয়ে লোভনীয় ক্রিকেট প্রতিযোগিতা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। তিন ভেন্যু- মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম (এসবিএনসিএস) এবং বিকেএসপি-৩ এবং ৪ নম্বর মাঠে লিগের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এবারের লিগে ঢাকার মোট ১২টি ক্লাব অংশ নেবে। লিগের প্রথম দিন মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী লিমিটেড-অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব, বিকেএসপি-৩ নম্বর মাঠে মোহামেডান স্পোর্টিং ক্লাব-গুলশান ক্রিকেট ক্লাব এবং বিকেএসপি-৪ নম্বর মাঠে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব-রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের মুখোমুখি হবে। লিগ শুরুর আগে ১২ দলের অধিনায়কের মিরপুর স্টেডিয়ামে ট্রফি উন্মোচন করা হয়। ডিপিএলকে বাংলাদেশ ক্রিকেটের মেরুদন্ড হিসেবে অভিহিত করে মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল বলেন, দেশের ঐতিহ্যবাহী এবং প্রাচীনতম এই লিগ দেশের প্রায় সকল ক্রিকেটারের রুটি-রুজি হিসেবে বিবেচিত। তামিম বলেন, ‘আমি সবসময় ডিপিএলকে আমাদের ক্রিকেটের মেরুদন্ড হিসেবে মনে করি। তাই এটি আম্পায়ারিং হোক বা ক্রিকেট সকল দৃষ্টিকোণ থেকে আরেকটি সফল আসর হবে বলে আমি আশা করি।’ টি-স্পোর্টসে মোট ২৭টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। এর বাইরেও টি- স্পোর্টস ডিজিটালে ৮৩টি ম্যাচ সরাসরি সম্প্রচার করা হবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিডিসিএল) দল বদল শেষ হয়ে গেলেও কোনো ক্লাবের সঙ্গে চুক্তি করতে পারেননি লিটন দাস। অফ-ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়া এই উইকেটরক্ষক ব্যাটার অবশেষে তামিম ইকবালের সহায়তায় দল পেয়েছেন। ঢাকা লিগ শুরুর আগের দিন মিপুর শের-ই-বাংলায় সংবাদমাধ্যমে বিষয়টি নিজেই নিশ্চিত করেছেন তামিম, ‘লিটন দল পেয়েছে, সে গুলশানে খেলবে।’ কদিন আগে এই ক্লাবের মালিকানায় যুক্ত হয়েছেন তামিম। ফরচুন বরিশালের মালিক মিজানুর রহমানের সঙ্গে যৌথভাবে বিনিয়োগ করেছেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। ‘আমার কাছে একটা সুযোগ ছিল যে মিজান ভাইয়ের সঙ্গে কথা বলে লিটনকে গুলশানে নিতে পেরেছি। গুলশানে অনেক তরুণ ক্রিকেটার আছে ওরা লিটনের থেকে অনেক কিছু শিখতে পারবে’-বলেছেন তামিম। পাওনা নিয়ে বনিবনা না হওয়ায় মূলত লিটনের ক্লাব পেতে সমস্যা হয়। এরপরই এগিয়ে আসেন তামিম। এদিকে লিটন দল পেলেও মোস্তাফিজুর রহমান এখনো পাননি। সেটিকে দূর্ভাগ্যজনক আখ্যা দিয়ে তামিম বলেছেন, মোস্তাফিজও দল পেয়ে যেতে পারেন। তামিম বলেন, ‘মোস্তাফিজেরটা আমি জানিনা কিন্তু এটা খুবই দুর্ভাগ্যজনক, যদিও এরকম হয়ে থাকে। এরা জাতীয় দলের খেলোয়াড়, এদের অবশ্যই এই লিগে খেলা উচিত।’