দীর্ঘ ৮ বছরের অনুপস্থিতির পর টেস্ট ক্রিকেটে ফেরার সুযোগ পাচ্ছেন লিয়াম ডসন। ভারতের বিপক্ষে চতুর্থ টেস্টের একাদশে এই একটি মাত্র পরিবর্তন এনেছে ইংল্যান্ড। আঙুলে চোট পাওয়া শোয়েব বশিরের স্থলাভিষিক্ত হচ্ছেন ডসন। লর্ডসে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে এগিয়ে নিতে অবদান রাখা বশিরকে সার্জারির মাঝে যেতে হয়েছে। বশির না থাকায় টেস্ট ক্যারিয়ারের চতুর্থ ম্যাচ খেলতে নামবেন ডসন। সর্বশেষ টেস্টটি খেলেছেন ২০১৭ সালের জুলাইয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বামহাতি স্পিনার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে তার উইকেট সংখ্যা ৩৭১টি। কিন্তু সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে রয়েছেন তিনি। ১২ বার ইনিংসে নিয়েছেন ৫ উইকেট। ১০ উইকেট নিয়েছেন ৩ বার। ২০২৩ সাল থেকে হ্যাম্পশায়ারের হয়ে ১২৪ উইকেট নেওয়ার পাশাপাশি ৫৯.৭৫ গড়ে করেছেন ৯৫৬ রান। গত বছর ৫৯.৭৫ গড়ে ৯৫৬ রানের পাশাপাশি ৫৪ উইকেট নিয়ে পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি। এই গ্রীষ্মেও ২.৫৫ ইকোনমিতে ৪০.০৪ গড়ে নিয়েছেন ২১ উইকেট। পাশাপাশি ৪৪.৬৬ গড়ে করেছেন ৫৩৬ রান। গত ৫ মৌসুমে করেছেন ৯টি প্রথম শ্রেণির সেঞ্চুরি। তার মধ্যে ২০২৩ ও ২০২৪ সালের প্রতিটিতে রয়েছে তিনটি! ওল্ড ট্র্যাফোর্ডে চতুর্থ টেস্ট শুরু হবে বুধবার।
ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, হ্যারি ব্রুক, বেন স্টোকস (অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), লিয়াম ডসন, ক্রিস ওকস, ব্রাইডন কার্স, জোফরা আর্চার।