২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চার দিনের সবশেষ ম্যাচটি আজ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে। ম্যাচটিতে অংশ নিচ্ছে রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ। এরই মধ্যে চার দিনের ম্যাচ খেলতে বগুড়ায় এসেছেন বাংলাদেশের একঝাঁক তারকা ক্রিকেট। গতকাল দুপুর এবং বিকেলে দুই দল স্টেডিয়ামে অনুশীলন করেছে। খুলনার হয়ে মাঠে নামবেন জাতীয় দলের ক্রিকেটার সৌম্য সরকার, এক সময়ের জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়, মিথুন আলী, জিয়াউর রহমান, আফিফ হোসেন ধ্রুবো। রংপুরের হয়ে মাঠে নামবেন জাতীয় দলের সাবেক তারকা নাসির হোসেন, বিশ্বকাপ জয়ী অনুর্ধ্ব-১৯ দলের দলের অধিনায়ক আকবর আলীর মত তারকারা। সকাল ৯.৩০ মিনিটে ম্যাচ শুরু হবে। এবারের জাতীয় লিগে এপর্যন্ত ৬টি করে ম্যাচ খেলে ৮ পয়েন্ট নিয়ে পয়েণ্ট টেবিলের শীর্ষে রয়েছে ময়মনসিংহ বিভাগ, সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২য় স্থানে সিলেট। খুলনা ৭ পয়েন্ট নিয়ে ৩য় এবং রংপুর সমান সংখ্যক পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৪র্থ স্থানে অবস্থান করছে।
ক্রিকেট
বগুড়ায় আজ খুলনার প্রতিপক্ষ রংপুর
২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চার দিনের সবশেষ ম্যাচটি আজ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হচ্ছে। ম্যাচটিতে অংশ নিচ্ছে রংপুর বিভাগ বনাম খুলনা বিভাগ।