ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সর্বশেষ আসরে চ্যাম্পিয়ন হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। এবারই প্রথম শিরোপার স্বাদ পেয়েছে বিরাট কোহলির দল। তবে তবে ট্রফি জেতার বছরেই দলটির রাজস্বে ধস নেমেছে। ভারতীয় সংবাদমাধ্যম 'ইকোনমিক টাইমস' এর এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। তবে শুধু রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুই নয়, ২০২৫ অর্থবছরে আগের বছরের তুলনায় আয় কমেছে আরও দুই ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ানস ও লক্ষেèৗ সুপার জায়ান্টসেরও। আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ৫ শিরোপাজয়ী মুম্বাই ইন্ডিয়ানসের মালিকানা প্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ন্ত্রিত ইন্ডিয়াউইন স্পোর্টস ২০২৫ অর্থবছরে আয় করেছে ৮৪ কোটি রুপি, যা ২০২৪ অর্থবছরে ছিল ১০৯ কোটি রুপি। মোটের ওপর মুম্বাইয়ের বাৎসরিক আয় ৭৩৭ কোটি রুপি থেকে ৬৯৭ কোটি রুপিতে নেমেছে। ভারতে অর্থবছর গণনা করা হয় ১ এপ্রিল থেকে ৩১ মার্চ পর্যন্ত। আর আইপিএল সাধারণত মার্চে শুরু হয়ে মে পর্যন্ত চলে। অর্থাৎ আইপিএলের একটি আসর দুটি অর্থবছরের মধ্যে পড়ে। মূলত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত হিসাব করা হয়েছে। এতে দেখা যায় টুর্নামেন্টে অংশ নেওয়া তিনটি দলের রাজস্ব কমেছে। এই হিসাবের মধ্যে একই মালিকানায় থাকায় অন্যান্য লিগের ফ্র্যাঞ্চাইজি দলের আয়ও ধরা হয়েছে। ফলে মুম্বাইয়ের ইন্ডিয়াউইনের মতো পরিস্থিতি আরসিবির মালিক প্রতিষ্ঠান ডিয়াজিও এবং লক্ষেèৗর মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টসেরও। ২০২৪ সালে শেষ হওয়া অর্থবছরে বেঙ্গালুরুর আয় ছিল ৬৪৯ কোটি রুপি। ২০২৫ সালে শেষ হওয়া অর্থবছরে আরসিবি আয় করেছে ৫১৪ কোটি রুপি, যা আগের বছরের চেয়ে ১৩৫ কোটি কম। শুধু ২০২৫ সাল ধরলে আরসিবির লাভ হয়েছে ১৪০ কোটি রুপি, যা আগের বছর ছিল ২২২ কোটি রুপি। ডিয়াজিও বলছে, বেঙ্গালুরুর আয় কমার কারণ ওই নির্দিষ্ট সময়টিতে আইপিএল কমসংখ্যক ম্যাচ খেলা। ভারতের বিনিয়োগ তথ্য ও ক্রেডিট রেটিং এজেন্সি আইসিআরএ বেঙ্গালুরুর মালিক প্রতিষ্ঠানের ক্রেডিট রেটিং প্রতিবেদনে লিখেছে, ‘২০২৫ অর্থবছরের চতুর্থ প্রান্তিকে দলটি আইপিএলে কতটি ম্যাচ খেলেছে, তার ওপর কোম্পানির আয় কেমন হবে নির্ভর করে।’ ভারতের ক্রিকেট বোর্ডের ২০২৪ অর্থবছরের বাৎসরিক প্রতিবেদন অনুসারে, বিসিসিআই ২০২৪ সালে আইপিএলের দলগুলোকে ৪ হাজার ৫৭৮ কোটি রুপি দিয়েছে। ওই বছর বোর্ডের আয় ছিল ১১ হাজার ৭০৩ কোটি রুপি, যার মধ্যে মিডিয়া স্বত্ব থেকে ৮ হাজার ৭৪৪, ফ্র্যাঞ্চাইজি ফি থেকে ২ হাজার ১৬৩ এবং স্পনসরশিপ থেকে ৭৫৮ কোটি রুপি এসেছিল। লক্ষেèৗ সুপার জায়ান্টসের মালিক প্রতিষ্ঠান আরপিএসজি স্পোর্টের প্রতিবেদন বলছে, ২০২৫ অর্থবছরে ৫৫৭ কোটি রুপি আয় করেছে তারা, যা আগের বছরের তুলনায় ৭২ কোটি রুপি লোকসান হয়েছে। এর আগে ২০২৪ অর্থবছরে ৫৯ কোটি আয় বৃদ্ধি পেয়ে মোট ৬৯৪ কোটি রুপি আয় করেছিল আরপিএসজি স্পোর্টস। ইন্টারনেট।