টি-টোয়েন্টিতে চতুর্থ বাংলাদেশী বোলার হিসেবে ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন পেসার শরিফুল ইসলাম। পাকিস্তানের বিপক্ষে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচে শরিফুল এই কৃতিত্ব অর্জণ করেন। পাকিস্তানী ওপেনার ফখর জামানকে ১ রানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে শরিফুল ক্যারিয়ারের ৫০ উইকেট পূর্ণ করেণ। এর আগে বাংলাদেশের হয়ে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। এদের মধ্যে সাকিব ও মুস্তাফিজ ১০০ উইকেটের মাইলফক স্পর্শ করে ফেলেছেন। সর্বমোট ১৪৯ উইকেট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। সাকিব যেহেতু ইতোমধ্যেই টি২০ ফর্মেট থেকে অবসরের ঘোষনা দিয়েছেন, সে কারনে ১৩৪ উইকেট নেয়া মুস্তাফিজের সামনে সুযোগ রয়েছে তাকে টপকে যাবার।