চ্যাম্পিয়নস ট্রফিতে ফিল্ডিং করতে গিয়ে ডান কাঁধে আঘাত পান ম্যাট হেনরি। এই চোট তাকে খেলতে দেয়নি ভারতের বিপক্ষে ফাইনালে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচ দিয়ে ফেরার কথা ছিল নিউজিল্যান্ডের এই পেসারের। তবে দেশটির ক্রিকেট বোর্ড (এনজেডসি) জানিয়েছে, স্কোয়াডে থাকলেও শেষ দুই ম্যাচ খেলা হচ্ছে না হেনরির। তিনি তার পুনর্বাসন চালিয়ে যাবেন। বাদ পড়েছেন আরেক পেসার কাইল জেমিসন। আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে ফাইনাল না খেলতে পারলেও টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারি হেনরিই (১০)।

ভারতের সঙ্গে গ্রুপ পর্বের দেখায় ফাইফার তুলে নেন এই কিউই ফাস্ট বোলার। এরপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একটি ক্যাচ নিতে গিয়ে ডান কাঁধে চোট পান তিনি। পুনর্বাসিত থাকা অবস্থায় পাকিস্তানের সফরে টি-টোয়েন্টির ৫ ম্যাচ সিরিজে শেষ দুই ম্যাচের জন্য দলে রাখা হয় এই ৩৩ বছর বয়সী ক্রিকেটারকে।