এশিয়ার দলগুলোকে নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে নতুন এক টুর্নামেন্টের। যার নাম ‘এশিয়া কাপ রাইজিং স্টার্স’। গতকাল এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) টুর্নামেন্টের অফিসিয়াল সূচি ঘোষণা করেছে। এশিয়ান দেশগুলোর ‘এ’ দল নিয়ে এতদিন ইমার্জিং এশিয়া কাপ অনুষ্ঠিত হয়ে আসছিল। চলতি বছর থেকে এশিয়ান ক্রিকেট কাউন্সিল ‘ইমাজিং এশিয়া কাপ ‘ টুর্নামেন্টটির নাম পরিবর্তন করে ‘এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ’ নামে আয়োজন করবে। যেখানে জাতীয় দলের সর্বশেষ এশিয়া কাপের মতো করেই গ্রপিং করা হয়েছে। একই গ্রুপে রয়েছে ভারত-পাকিস্তান।
‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে পাকিস্তান, ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও, আমিরাত, ওমান ও হংকংয়ের মূল দলই খেলবে। কাতারে ৮ দলের এই প্রতিযোগিতা চলবে ১৪–২৩ নবেম্বর। ১৯ নবেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ২১ নবেম্বর দুই সেমিফাইনাল ও ২৩ নবেম্বর হবে ফাইনাল।
বাংলাদেশ ‘এ’ দল আসর শুরু করবে ১৫ নবেম্বর হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে। চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বহুল কাঙ্ক্ষিত ম্যাচ ১৬ নবেম্বর অনুষ্ঠিত হবে। যেকোনো টুর্নামেন্টেই এই দুই দলের একই গ্রুপে পড়া অলিখিত নিয়মে পরিণত হয়েছে। সর্বশেষ এশিয়া কাপের সুপার ফোর রাউন্ড রবিন পদ্ধতিতে হওয়ায় সেখানেও দেখা হয় সূর্যকুমার যাদব ও সালমান আলি আগাদের। এরপর ফাইনাল মিলিয়ে তিনবার মুখোমুখি হয়ে প্রতিবারই ভারত জিতেছে।
রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে অবশ্য গ্রুপপর্বের পর সরাসরি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফলে এরপর আর ফাইনাল ছাড়া ভারত-পাকিস্তান ‘এ’ দলের দেখা হওয়ার সম্ভাবনা কম। গ্রুপপর্বে বাংলাদেশ পরবর্তী দুটি ম্যাচ খেলবে ১৭ নবেম্বর আফগানিস্তান ও ১৯ নবেম্বর শ্রীলঙ্কার সঙ্গে।
টুর্নামেন্টের সূচি
১৪ নবেম্বর- পাকিস্তান ‘এ’ বনাম ওমান। ১৪ নবেম্বর- ভারত ‘এ’ বনাম আরব আমিরাত।
১৫ নবেম্বর- বাংলাদেশ ‘এ’ বনাম হংকং। ১৫ নবেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’।
১৬ নবেম্বর- আরব আমিরাত বনাম ওমান। ১৬ নবেম্বর- ভারত ‘এ’ বনাম পাকিস্তান ‘এ’।
১৭ নবেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম হংকং।১৭ নবেম্বর- বাংলাদেশ ‘এ’ বনাম আফগানিস্তান ‘এ’।
১৮ নবেম্বর- পাকিস্তান ‘এ’ বনাম আরব আমিরাত। ১৮ নবেম্বর- ভারত ‘এ’ বনাম ওমান।
১৯ নবেম্বর- আফগানিস্তান ‘এ’ বনাম হংকং। ১৯ নবেম্বর- শ্রীলঙ্কা ‘এ’ বনাম বাংলাদেশ ‘এ’।
২১ নবেম্বর- এ১ বনাম বি২ (প্রথম সেমিফাইনাল)। ২১ নবেম্বর- বি১ বনাম এ২ (দ্বিতীয় সেমিফাইনাল)।
২৩ নবেম্বর- ফাইনাল।