আগামী ১১ এপ্রিল পাকিস্তান সুপার লিগের (পিএসএলের) দশম আসরের পর্দা উঠবে। ফ্র্যাঞ্চাইজ এই টুর্নামেন্ট খেলতে ইতোমধ্যে ছাড়পত্র পেয়েছেন দেশের তিন ক্রিকেটার। এবারের আসরে লাহোর কালান্দার্সের জার্সিতে দেখা যাবে রিশাদ হোসেনকে। বাকি দুই বাংলাদেশিদের মাঝে নাহিদ রানা মাঠে নামবেন পেশোয়ার জালমির হয়ে। আর লিটন দাসের জন্য অপেক্ষায় আছে করাচি কিংস। বিসিবির ছাড়পত্র দেয়ায় খুশি রিশাদ হোসেন। গতকাল শনিবার মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গণমাধ্যমের মুখোমুখি হন রিশাদ। সেখানে জানান নিজের খুশির কথা, সঙ্গে পিএসএলে চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যের কথা। রিশাদ বলছিলেন, ‘প্রথমে বলবো আলহামদুলিল্লাহ, ছাড়পত্র পাচ্ছি এবং যাচ্ছি পাকিস্তানে। ভালো করার চেষ্টা করব টুর্নামেন্টে। চ্যাম্পিয়ন হয়ে আসার জন্য চেষ্টা করব ইনশাল্লাহ।' দল কিংবা পরিকল্পনা নিয়ে এখনই কোনো প্রকার আলোচনা হয়নি বলে জানালেন রিশাদ, ‘আসলে কন্ডিশন নিয়ে এত কিছু ভাবার তো কিছু নাই। ম্যাচ বাই ম্যাচ চিন্তা করবো এবং দলের যেটা প্রয়োজন এতটুকুই। আপাতত দলের সাথে এভাবে কোনো কথা হয়নি। সবার সাথে হাই-হ্যালো হচ্ছে এতটুকু। এমনি কোনো পরিকল্পনা নিয়ে কথা হয়নি।’ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ২০২৫ আসরের সূচি ঘোষণা করা হয়েছিল আগেই। গত ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয় পিএসএলের দশম আসরের ড্রাফট। যেখানে ছিলেন ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। এদের মধ্যে থেকে দল পান ৩ জন। দ্বিতীয় সর্বোচ্চ ‘গোল্ডেন’ ক্যাটাগরি থেকে পেসার নাহিদ রানাকে দলে ভেড়ায় পেশোয়ার জালমি। যেখানে তার পারিশ্রমিক ৬০ লাখ টাকা। এ ছাড়া সিলভার ক্যাটাগরি থেকে লিটনকে করাচি কিংস এবং রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স দলে নেয়। এছাড়া গত বছর জাতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল নাহিদ রানার। অভিষেকের পর থেকে বল হাতে নিজেকে প্রমাণ করে চলেছেন গতিময় এই পেসার। অল্প কিছুদিনের মধ্যেই সবার নজরে চলে এসেছেন টাইগার এই স্পিডস্টার। সাফল্যের ধারাবাহিকতায় এবার প্রথমবারের মতো ডাক পেয়েছেন বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে।

জানা গেছে, নাহিদ রানা জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট খেলে ২৬ এপ্রিল পাকিস্তান সফরে যাবেন। এছাড়া লিটন দাস করাচি কিংসের ডাগআউটে যোগ দেবেন ৮ এপ্রিল। রিশাদ হোসেন অবশ্য প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আগামীকাল ডিপিএলের ম্যাচ খেলে যোগ দিবেন লাহোর কালান্দার্সে।