পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ ক্রিকেট দল এখন শ্রীলংকায়। দুই টেস্ট ম্যাচ সিরিজ দিয়ে শুরু হয়েছে টাইগারদের শ্রীলংকা সফর। প্রথম টেস্টে জিতেনি কোন দলই। প্রথম টেস্ট শেষ হয়েছে ড্র দিয়ে। এখন চলছে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে পিছিয়ে আছে বাংলাদেশ। এই টেস্ট চলাকালীন সময়ে বাংলাদেশ দলের ওয়ানডে সদস্যরা গতকাল দুপুরে দেশ ছেড়েছেন।
এই বহরে ক্রিকেটারসহ সবমিলিয়ে রয়েছেন ১০ জন সদস্য। দলের সঙ্গে বহরে আছেন তানজিম হাসান সাকিব, পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, রিশাদ হোসেন, তাওহীদ হৃদয়সহ বাকি সদস্যরা। কন্ডিশনিং কোচ নাথান কেলিও ছিলেন এই বহরে। গত ২৩ জুন ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে বিসিবি। নতুন করে দীর্ঘদিন পর ডাক পেয়েছেন নাঈম শেখ। আগামী ২ জুলাই কলম্বোতে শুরু হবে ওয়ানডে সিরিজ।
একই মাঠে দ্বিতীয় ওয়ানডে ৫ জুলাই, ৮ জুলাই তৃতীয় ও শেষ ওয়ানডে পাল্লেকেলেতে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াড
মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, জাকের আলি অনিক, শামীম পাটোয়ারী, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।