বিপিএলকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত সময় পার করছে ফ্র্যাঞ্চাইজিগুলো। 'সিলেট টাইটান্স' এরই মধ্যে তাদের চার বিদেশী ক্রিকেটারের নাম ঘোষণা করেছে। সরাসরি চুক্তিতে তারা দলে নিয়েছে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মদ আমির, শ্রীলংকার টপ অর্ডার ব্যাটার কুশল মেন্ডিস, ইংল্যান্ডের অলরাউন্ডার মঈন আলী এবং আফগানিস্তানের পেস অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাইকে। এর আগে দেশি ক্রিকেটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদকে দলে নিয়েছে তারা এবং মিরাজকে দেয়া হয়েছে অধিনায়কত্বের দায়িত্ব। সিলেট টাইটান্সের কোচিং প্যানেলও বেশ শক্তিশালী। প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন সফল কোচ সোহেল ইসলাম। ব্যাটিং কোচের দায়িত্বে আছেন বিপিএলের সফল অধিনায়ক ইমরুল কায়েস, পেস বোলিং কোচ হিসেবে আছেন সাবেক জাতীয় ক্রিকেটার সৈয়দ রাসেল এবং ফিল্ডিং কোচের দায়িত্বে রয়েছেন কিমস্লে রব। গত বুধবার বিপিএল গভর্নিং কাউন্সিলের সভা শেষে পাঁচ দলের মালিকানা চূড়ান্ত করে বিসিবি। বসুন্ধরা গ্রুপের টগি স্পোর্টস পেয়েছে রংপুর রাইডার্সের মালিকানা, সিলেটের মালিকানা পেয়েছে ক্রিকেট উইথ সামি আর চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি গেছে ট্রায়াঙ্গাল সার্ভিসের হাতে। রাজশাহীর দায়িত্ব নিয়েছে নাবিল গ্রুপ, আর ঢাকা ফ্র্যাঞ্চাইজি পেয়েছে চ্যাম্পিয়ন স্পোর্টস (রিমার্ক-হারল্যান) কনসোর্টিয়াম। বিসিবি থেকে প্রতিটি দলকে দুজন করে দেশি ক্রিকেটার সরাসরি চুক্তিতে নেয়ার নির্দেশনা ছিল। সেই অনুযায়ী, ঢাকা ক্যাপিটালস তাসকিন আহমেদ ও সাইফ হাসানকে, রংপুর নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমানকে, চট্টগ্রাম শেখ মাহেদী ও তানভীর ইসলামকে, রাজশাহী তানজিদ তামিম ও নাজমুল হোসেন শান্তকে এবং সিলেট টাইটান্স মেহেদি হাসান মিরাজ ও নাসুম আহমেদকে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছে।