স্পোর্টস রিপোর্টার: ঢাকার লিগ ক্রিকেটের জন্য নতুন উদ্যোগ নিচ্ছে বিসিবি। প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণকারী ক্লাবগুলোর আর্থিক প্রণোদনা এবার বাড়ানো হচ্ছে ৫০ শতাংশ। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) চেয়ারম্যান আদনান রহমান দীপন জানালেন, লিগ বর্জনের ঘোষণা দেয়া ক্লাবগুলোর পক্ষ থেকে লিগে ফেরার ব্যাপারে ইতিবাচক সাড়া পেয়েছেন তারা। গত ৬ অক্টোবর বিসিবি নির্বাচনের পর এই নির্বাচনে সরকারি হস্তক্ষেপ ও অনিয়মের অভিযোগ তুলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বন্ধ করার ঘোষণা দেয় ঢাকা ক্লাব ক্রিকেট অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। দ্বিতীয় দফায় বোর্ডপ্রধানের দায়িত্ব পাওয়া আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও ঘোষণা দেয় তারা। তাদের ঘোষণার পর থেকে ঢাকার লিগ ক্রিকেট নিয়ে টানাপোড়েন চলছে। সাধারণ বছরের এই সময়টার আগেই তৃতীয় বিভাগ ক্রিকেট লিগ শুরু হয়ে যায়। এবার এখনও তা শুরু করা যায়নি। পরিবর্তিত পরিস্থিতিতে প্রথম বিভাগ দিয়ে এবার লিগ মৌসুম শুরু করার চেষ্টা করছে সিসিডিএম। বিসিবিতে বুধবার প্রথম বিভাগ ক্রিকেট লিগে অংশগ্রহণ নিয়ে ক্লাব সংগঠকদের সঙ্গে বৈঠক হয় সিসিডিএম কর্তাদের। বৈঠক শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সিসিডিএম প্রধান জানান, ক্লাবগুলোকে উৎসাহ দিতে এবার অংশগ্রহণের অর্থ বাড়ানো হয়েছে। সিসিডিএম প্রধান বলেন, ‘প্রথম বিভাগ ক্রিকেট লিগে পার্টিসিপেশন মানি দেয়া হতো ৯ লাখ টাকা। এবার তা ৫০ শতাংশ বাড়ানো হচ্ছে। এতে সাড়ে চার লাখ টাকা বেশি দেবে সিসিডিএম। জার্সি ও ব্যাগপ্যাক বাবদ আরও এক লাখ সব মিলিয়ে প্রায় সাড়ে ১৪ লাখ টাকা করে দিচ্ছি।’ বৈঠকে ১৭টি ক্লাব উপস্থিত ছিল, কেউই লিগ না খেলার কথা বলেনিম যা সিসিডিএম চেয়ারম্যানের চোখে দারুণ খবর। আপাতত আলোচনা চলছে লিগ শুরুর সম্ভাব্য সময় নিয়ে। সিসিডিএম চায় নবেম্বরের দ্বিতীয় সপ্তাহেই প্রথম বিভাগ লিগ শুরু করতে। তবে কয়েকটি ক্লাবের চাওয়া ভিন্ন বলে জানালেন সিসিডিএম চেয়ারম্যান। দিপন বলেন, ‘তিনটি ক্লাব- কাঠালবাগান, খেলাঘর ও আম্বার, তারা চায় জানুয়ারিতে খেলতে, আরেকটি ক্লাব চায় ডিসেম্বরের দিকে। বাকিরা সবাই বলেছে, লিগ শুরু হলেই খেলবে। কেউ বলেনি যে খেলব না। যারা আসেনি, তারা ব্যক্তিগত কারণ দেখিয়ে অনুপস্থিত ছিল।’ তিনি আরো বলেন, ‘আমরা প্রথম বিভাগ দিয়েই শুরু করতে চাচ্ছি। বৈঠকের পর সব ক্লাবই আগ্রহী। কেউ বলছে একটু সময় আগে-পিছে দরকার, কিন্তু সবাই খেলবে। ১৭ দলের প্রতিনিধি উপস্থিত, কেউ নেতিবাচক কথা বলেনি। সময় নিয়ে কারও কারও দ্বিধা আছে, কিন্তু সবাই খেলতে চায়। ক্লাব, বোর্ড, ক্রিকেটারÑসব পক্ষের জন্যই এটা ভালো খবর। খবরটা পজিটিভ। আমরা খুব শিগগির নির্দিষ্ট দিন-তারিখ জানিয়ে দেব। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, সব লিগ একসঙ্গে চলবে। প্রিমিয়ার লিগ আপাতত নয়, কারণ বিপিএল, জাতীয় দল, জাতীয় লিগ, সব মেলাতে সময় লাগবে। তবে ফাঁক পেলে প্রিমিয়ার লিগও শুরু করব।’ এছাড়া আগামী মৌসুমে কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিতও দিলেন তিনি। দিপন বলেন, ‘আগামী বছর লিগে অনেক কিছুই পাল্টে যাবে। এখন লিগের উইন্ডো অক্টোবর থেকে জুন পর্যন্ত, কিন্তু বাস্তবে এপ্রিল-মে মাসে শেষ হয়ে যায়। সময় খুব কম। আমরা চাই, আগে থেকেই ক্লাবগুলো জানুক কোন লিগ কবে শুরু হবে। একটা নির্দিষ্ট ক্যালেন্ডার তৈরি করব।’