বিপিএলে অংশ নিতে পাকিস্তানের ৯ ক্রিকেটারকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এতে করে বিপিএলের দলগুলোর জন্য শঙ্কা কেটে গিয়ে নিশ্চিত হলো বেশ কয়েকজন পাকিস্তানি তারকার অংশগ্রহণ। এনওসি পাওয়া উল্লেখযোগ্য ক্রিকেটাররা হলেন- মোহাম্মদ নাওয়াজ, ফাহিম আশরাফ, সাহিবজাদা ফারহান, হুসাইন তালাত, ইহসানউল্লাহ, হায়দার আলি, আবরার আহমেদ, খাজা নাফিস ও সালমান ইর্শাদ। বিপিএলের প্রায় সব দলেই পাকিস্তানের একাধিক ক্রিকেটার থাকায় এই অনুমতিকে বড় স্বস্তি হিসেবে দেখছেন ফ্র্যাঞ্চাইজিগুলো। প্রসঙ্গত, গত সেপ্টেম্বরে ইংল্যান্ড সফরের সময় ম্যানচেস্টারে হায়দার আলির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠে। সে সময় পাকিস্তান শাহিনস দলের সঙ্গে থাকা এই ব্যাটারের বিরুদ্ধে যুক্তরাজ্যে জন্ম নেয়া এক পাকিস্তানি নারী ম্যানচেস্টার সিটি পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। বিষয়টি তদন্তাধীন থাকায় পিসিবি তাকে সাময়িকভাবে বরখাস্ত করে। তবে ২৫ সেপ্টেম্বর ম্যানচেস্টার পুলিশ জানায়, অভিযোগটি আদালতে নেয়া বা ক্রিকেটারকে গ্রেপ্তার করার মতো পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় তদন্ত বন্ধ করা হয়েছে।

অভিযোগ থেকে মুক্ত হওয়ার পর থেকেই হায়দার আলি কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেননি। উল্লেখ্য, হায়দার আলি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৩৫টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ও ৩টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। তবে পাকিস্তানি ব্যাটার উমর আকমলকে এনওসি দেয়া হয়নি। সিদ্ধান্তের কারণ জানতে তিনি পিসিবির কাছে আবেদন করেছেন। উমর আকমল বলেন, আমি জানি না কেন আমার এনওসি অনুমোদন দেওয়া হয়নি। এই সিদ্ধান্তের কারণে আমি বেশ কিছু ভালো চুক্তি হারিয়েছি। আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) বিপিএলের পর্দা উঠবে। উদ্বোধনী দিনে দুপুর ২টায় মুখোমুখি হবে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিন সন্ধ্যা ৭টায় দ্বিতীয় ম্যাচে খেলবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়েলস। পরদিন দুপুর ১টায় মাঠে নামবে ঢাকা ক্যাপিটালস ও রাজশাহী ওয়ারিয়র্স। একই দিনে সন্ধ্যা ৬টায় সিলেট টাইটান্স মুখোমুখি হবে নোয়াখালী এক্সপ্রেসের।

প্রথম পর্বে সিলেটে ছয় দিনে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ, যার মাঝে দুই দিন করে বিরতি থাকবে। এরপর দ্বিতীয় পর্ব ৫ জানুয়ারি থেকে ১১ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ১৫ জানুয়ারি বিপিএল ফিরবে ঢাকায়। তিনদিন টানা ম্যাচ আয়োজনের পর ১৭ জানুয়ারি শেষ হবে গ্রুপ পর্বের খেলা।