২৭তম জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) এ এবারের মৌসুমে এনসিএল বগুড়া ভেন্যুর চার দিনের সবশেষ ম্যাচ শনিবার শহীদ চান্দু স্টেডিয়ামে শুরু হয়েছে। প্রথমে ব্যাট করে সৌম্য সরকারের ফিফটিতে ভর করে দিন শেষে ৯ উইকেটে ৩০২ রান তুলেছে খুলনা। সকালে টসে জিতে রংপুর বিভাগের অধিনায়ক খুলনাকে ব্যাট করতে পাঠায়। দুই ওপেনার অমিত মজুমদার এবং সৌম্য সরকার শুরু থেকেই রংপুরের বোলারদের ওপর চড়াও হয়ে ব্যাট চালাতে থাকেন। দলীয় ৯৭ রানে প্রথম উইকেটের পতন ঘটে খুলনার। ৫৫ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৫৬ রান করে নাসির হোসেনের বলে সরাসরি বোল্ড হন সৌম্য। এরপর ১০৮ রানের মাথায় অমিত মজুমদার (২৭) এবং এনামুল হক বিজয় (৬) আউট হলে প্রচন্ড চাপে পড়ে খুলনা।