DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে আম্পায়ার থাকছেন যারা

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামীকাল ৯ মার্চ। ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। ফাইনাল ম্যাচের জন্য চার আম্পায়ারের ও এক ম্যাচ রেফারির তালিকা

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
umpire.jpeg--

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল আগামীকাল ৯ মার্চ। ফাইনালে মুখোমুখি হবে ভারত-নিউজিল্যান্ড। ফাইনালে দিয়ে পর্দা নামবে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসরের। ফাইনাল ম্যাচের জন্য চার আম্পায়ারের ও এক ম্যাচ রেফারির তালিকা ঘোষণা করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে অন ফিল্ড আম্পায়ারিংয়ের দায়িত্বে থাকছেন না উপমাদেশের কেউ। ভারত এই নিয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে পৌঁছেছে। এর আগে ২০১৩ এবং ২০১৭ সালে ফাইনালে খেলেছিল তারা। তারা টুর্নামেন্টের সবচেয়ে সফল দুটি দলের একটি। ভারত ২০০২ সালে শ্রীলংকার সঙ্গে যৌথভাবে শিরোপা জিতেছিল এবং ২০১৩ সালে স্বাগতিক ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয় শিরোপা ঘরে তুলে। অন্যদিকে নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা ২০০০ সালে এসেছিল। নাইরোবিতে সেই ফাইনালে তারা ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হারার পর, এটি তাদের তৃতীয় ফাইনাল। এই ধরনের সফল দুটি দলের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের জন আইসিসি উপমহাদেশের বাইরের দুজনকে আম্পায়ার হিসেবে নিয়োগ দিয়েছে। একজন অস্ট্রেলিয়ার পল রাইফেল, অন্যজন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওয়ার্থ। বাকি তিন ম্যাচ অফিশায়ালের দুজন অবশ্য উপমহাদেশের। চতুর্থ আম্পায়ার কুমার ধর্মসেনা ও ম্যাচ রেফারি হিসেবে থাকছেন সবচেয়ে অভিজ্ঞ সদস্য রঞ্জন মাদুগালে। দুজনই শ্রীলংকার। জোয়েল উইলসন তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন। এবারের আসরে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালটিতেও রাইফেল দায়িত্ব পালন করেছিলেন। অন্যদিকে ইলিংওয়ার্থ দুবাইতে ভারত-অস্ট্রেলিয়ার শেষ চারের ম্যাচটি পরিচালনা করেছিলেন। চারবারের আইসিসি আম্পায়ার অব দ্য ইয়ার শিরোপা বিজয়ী ইলিংওয়ার্থ ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ফাইনাল এবং ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালেও আম্পায়ার ছিলেন।

ট্রফির ফাইনালের ম্যাচ কর্মকর্তাদের পূর্ণ তালিকা:

অন-ফিল্ড আম্পায়ার: পল রেইফেল ও রিচার্ড ইলিংওয়ার্থ

তৃতীয় আম্পায়ার: জোয়েল উইলসন

চতুর্থ আম্পায়ার: কুমার ধর্মসেনা

ম্যাচ রেফেরি: রঞ্জন মাদুগালে।