DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

আইসিসি ফেব্রুয়ারির সেরা শুবমান গিল ও অ্যালানা কিং

মনোনীত তিনজনের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিযার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তবে এই দুজনকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল।মাসজুড়ে পাঁচটি ওয়ানডে খেলে গিল ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে।

স্পোর্টস ডেস্ক
Printed Edition
Default Image - DS

মনোনীত তিনজনের মধ্যে তাঁর সঙ্গে ছিলেন অস্ট্রেলিযার স্টিভ স্মিথ এবং নিউজিল্যান্ডের গ্লেন ফিলিপস। তবে এই দুজনকে পেছনে ফেলে আইসিসির ফেব্রুয়ারি মাসের সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারতের তারকা ওপেনার শুবমান গিল।মাসজুড়ে পাঁচটি ওয়ানডে খেলে গিল ৪০৬ রান করেছেন ৯৪.১৯ স্ট্রাইক রেট ও ১০১.৫০ গড়ে। এর মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয়ের সিরিজে টানা তিন ইনিংসেই গিলের ব্যাট থেকে এসেছে পঞ্চাশ ছাড়ানো ইনিংস। নাগপুরে ৮৭ রানের ইনিংস দিয়ে সিরিজ শুরু করা গিল কটকে করেন ৬০ রান। এরপর আহমেদাবাদে ১১২ রান করেন মাত্র ১০২ বলে, ১৪টি চারের সঙ্গে মারেন ৩টি ছক্কাও। ওই ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাওয়া গিল হয়েছিলেন ম্যান অব দ্য সিরিজও। এরপর সদ্য সমাপ্ত আইসিসি চ্যাম্পিযনস ট্রফিতেও সেই দুর্দান্ত ফর্মটা ধরে রাখেন গিল, দুবাইয়ে বাংলাদেশের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অপরাজিত ১০১ রান করে জেতান ভারতকে। পাকিস্তানের বিপক্ষে পরের ম্যাচেও করেন ৪৬ রান, জেতে ভারত। এ নিয়ে তৃতীয়বারের মতো আইসিসির মাসের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেলেন গিল, এর আগে ২০২৩ সালের জানুয়ারি ও সেপ্টেম্বরে সেরা খেলোয়াড় হয়েছিলেন তিনি।নারী খেলোয়াড়দের মধ্যে ফেব্রুয়ারির সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালানা কিং। নারী অ্যাশেজে দুর্দান্ত পারফর্ম করা কিংয়ের পাশাপাশি মনোনয়ন পেয়েছিলেন তাঁর সতীর্থ অ্যানাবেল সাদারল্যান্ড ও থাইল্যান্ডের থিপাচা পুথাওং। সাদারল্যান্ড (ডিসেম্বর ২০২৪) এবং বেথ মুনির (জানুয়ারি ২০২৫) পর টানা তৃতীয় অস্ট্রেলিয়ান হিসেবে আইসিসির মাসসেরা নারী খেলোয়াড় হলেন কিং।