আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিয়ে ফেললেও দেশের ক্রিকেট নিয়ে ভাবনা কমেনি তামিম ইকবালের। বরং এবার বোর্ডের ভবিষ্যৎ গঠনে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক এই অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন, শুধু পদ পাওয়ার জন্য নয়, সত্যিকারের পরিবর্তনের চেষ্টা করতেই তিনি বোর্ডে যেতে চান। তামিম বলেন, ‘আমরা বোর্ডে গেলে ক্রিকেটের ভালো করার জন্যই যাওয়া উচিত। এখন যেভাবে বিসিবি চলছে, ওইভাবে যেতে হলে না যাওয়াই ভালো। আমি খুবই পরিষ্কার এই ব্যাপারে। শুধু বোর্ডের পরিচালক হওয়া বা কোনো পদ নেওয়ার শখ আমার নেই।’ তবে পরিবর্তন আনতে হলে যে সহজ পথ নেই, সেটাও স্বীকার করলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। ‘নির্বাচনটা কীভাবে হয়, তা আমরা জানি। আমি যে সুন্দর একটা বোর্ডের চিন্তা করছি, বাস্তবে সে সুযোগ কম। পরিবর্তন করা না গেলে আমাদের মতো লোকজনের দরকার কী?’, বললেন তামিম। কাজের স্বাধীনতা থাকলে পরিচালক হওয়া নিয়ে ভাবতে পারেন বলে জানান তামিম, ‘বোর্ডে ২৫ জন পরিচালক থাকেন। সবার সঙ্গে বোঝাপড়া সব সময় ভালো থাকে না। তবে সবাইকে অভিন্ন লক্ষ্য নিয়ে কাজ করতে হয়। ১০ জনের উদ্দেশ্য যদি ব্যক্তিস্বার্থ হয়, তাহলে আমার পক্ষে কাজ করা কঠিন হয়ে পড়ে।
ক্রিকেট
ক্রিকেটের জন্য কাজ করতে চান তামিম
আন্তর্জাতিক ক্রিকেটে অবসর নিয়ে ফেললেও দেশের ক্রিকেট নিয়ে ভাবনা কমেনি তামিম ইকবালের। বরং এবার বোর্ডের ভবিষ্যৎ গঠনে নিজের অবস্থান পরিষ্কার করলেন সাবেক এই অধিনায়ক। স্পষ্ট জানিয়ে দিলেন,
Printed Edition
