এশিয়া কাপে অনিশ্চিত পাকিস্তানি তারকা ক্রিকেটার শাদাব খান। কাঁদের চোটের কারণে এশিয়া কাপে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এই কাঁধের চোটের কারণে বাংলাদেশ সফরে আসতে পারেননি তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার অনুযায়ী, সম্প্রতি কাঁধে অস্ত্রোপচার করানো শাদাবের মাঠে ফিরতে অন্তত তিন মাস সময় লাগবে। পাকিস্তান সুপার লিগে ২০২৩-এ দুর্দান্ত পারফর্ম করেন তারকা ক্রিকেটার শাদাব খান। ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ১০ ম্যাচে ব্যাট হাতে ১৭৩ রান করার পাশাপাশি ডানহাতি লেগ স্পিনে ১৪ উইকেট নেন। তার এ পারফরম্যান্সের পর বাংলাদেশ সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেয়া হয় তাকে। প্রথম টি-টোয়েন্টিতে ব্যাটিংয়ে ৪৮ রান করার পাশাপাশি ২ উইকেটও নিয়েছিলেন তিনি। পরবর্তী দুটি ম্যাচে ব্যাটিংয়ে খুব বেশি সুযোগ না পেলেও বোলিংয়ে দুটি উইকেট নিয়েছিলেন। তবে কাঁধে অস্বস্তি অনুভব করায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসতে পারেননি শাদাব। জানা গেছে, চলতি মাসের শুরুর দিকে ইংল্যান্ডে তার ডান কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে।