পায়ে চিড় ধরেছে, স্বাভাবিক চলাফেরা করতেই হচ্ছে কষ্ট। তবুও দলের প্রয়োজনে ব্যাট হাতে মাঠে নেমে সাহসিকতার নজির গড়লেন রিশাভ পান্ত। গত বৃহস্পতিবার ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের দ্বিতীয় দিনে জোফরা আর্চারের দুর্দান্ত বলে বোল্ড হয়ে ফেরেন। কিন্তু ততক্ষণে খেলে ফেলেছেন ৫৪ রানের এক অতুলনীয় ইনিংস, যা শুধু রান নয়; সাহস, সংকল্প আর ক্রিকেটের প্রতি, নিজের দলের প্রতি গভীর নিবেদনের প্রতীক হয়ে থাকবে। যেমনটা করেছিলেন ২০০৯ সালে গ্রায়েম স্মিথ এবং ২০১৮ এশিয়া কাপে তামিম ইকবাল।
বুধবার চতুর্থ টেস্টের প্রথম দিনে ৬৮তম ওভারে ৩৭ রানে ব্যাট করার সময় ক্রিস ওকসের ইয়র্কার ব্যাটে লেগে গিয়ে লাগে পায়ের পাতায়। সঙ্গে সঙ্গেই যন্ত্রণায় কুঁকড়ে যান পান্ত। চিকিৎসার পরও দাঁড়াতে না পারায় গলফ কার্টে করে মাঠ ছাড়তে হয় তাকে। স্ক্যানে ধরা পড়ে ডান পায়ের পাতার (মেটাটারসাল) হাড়ে চিড়। ভারতের সংবাদমাধ্যম জানায়, অন্তত ছয় সপ্তাহ মাঠের বাইরে থাকার শংকায় ছিল। সিরিজেও তাকে আর দেখা যাবে না বলেই আশঙ্কা করেছিলেন অনেকে। তবে গত দ্বিতীয় দিনে লাঞ্চ বিরতির আগে ভারতের সপ্তম উইকেট পতনের পর মাঠে নামলেন সেই পান্তই! খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠে ঢোকার সময় গ্যালারির সবাই দাঁড়িয়ে সম্মান জানায় এই ‘যোদ্ধা’কে।বুধবার চোট পাওয়ার আগে পর্যন্ত ৪৮ বল খেলে ৩৭ রান করেছিলেন পান্ত।ভাঙা পা নিয়ে সব মিলিয়ে ৫৫ মিনিট ব্যাট করে ২৭ বলে ১৭ রান পান্তের। ছিল চার-ছক্কার মারও।
ভারতীয়দের মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন। ফিফটি করলেন! আর্চারের বলে বোল্ড হলেন বলের লাইন ‘মিস’ করে। শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজ এগিয়ে এসে স্যালুট জানান পান্তকে।পান্তের আগে সাই সুদর্শনের ৬১, শার্দুল ঠাকুরের ৪১ এবং ওয়াশিংটন সুন্দরের ২৭ রানে ভর করে প্রথম ইনিংসে ৩৫৮ রানের সংগ্রহ পায় ভারত। ইনিংসে ৭২ রান দিয়ে ক্যারিয়ারের পঞ্চম পাঁচ উইকেট শিকার করেন ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ১৪৫ রান।