DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

ইমরুলের ব্যাটে হারলো বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ঐতিহ্যবাহী এই ক্লাবটির চলতি মৌসুমের শুরুটা হয়েছে হার দিয়ে।

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
agrani-abahoni

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ঐতিহ্যবাহী এই ক্লাবটির চলতি মৌসুমের শুরুটা হয়েছে হার দিয়ে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম বিভাগ থেকে প্রিমিয়ার লিগে উত্তীর্ণ অগ্রণী ব্যাংকের কাছে বড় ব্যবধানে হেরেছে তারা। আগে ব্যাটিং করে আবাহনী করেছে ২৩৪ রান। জবাবে ইমরুল কায়েসের ৯৪ রানে ভর করে ৬ উইকেটের দারুণ জয় পেয়ে যায় অগ্রণী ব্যাংক। মিরপুরে আবাহনীর দেওয়া ২৩৫ রানের লক্ষ্যে খেলতে নেমে অগ্রণী ব্যাংকের দুই ওপেনার ইমরানুজ্জামান ও সাদমান ইসলাম ৫৮ রানের জুটি গড়েন। ইমরানুজ্জামান ৩৫ রানে আউট হলে ভাঙে জুটি। এরপর ইমরুলকে সঙ্গে নিয়ে সাদমান আরও ৪৬ রানের জুটি গড়েন। সাদমানের আউটের পর অমিত হাসান ও ইমরুল কায়েস মিলে গড়েন ১২৫ রানের দুর্দান্ত জুটি। সেঞ্চুরি থেকে ৬ রান দূরে থাকতে ইমরুল আউট হলে ভাঙে জুটি। ফেরার আগে ইমরুল ৯৪ বলে ৩ চার ও ৭ ছক্কায় খেলেছেন ৯৪ রানের ইনিংস। তখন জয় থেকেও ৬ রান দূরে অগ্রণী ব্যাংক। জাতীয় দলের সাবেক এই ক্রিকেটারের আউটের পর অমিত হাসানও বিদায় নেন ৪৪ রানে। যদিও তাদের বিদায়ে সমস্যা হয়নি। ৪৫ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে তারা। আবাহনীর বোলারদের মধ্যে মাহফিজুর রাব্বি সর্বোচ্চ দুটি উইকেট নিয়েছেন। এছাড়া মোসাদ্দেক-মৃত্যুঞ্জয় নেন একটি করে উইকেট। শুরুতে অগ্রণী ব্যাংক টস জিতে আবাহনীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিল। প্রথম ওভারেই শাহরিয়ার কমলকে (০) হারায় তারা। এরপর পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত মিলে ৫৫ রানের জুটি গড়েন। নাঈম হাসানের বলে এলবিডাব্লিউর শিকার হন জাতীয় দলের অধিনায়ক শান্ত। এই আউট মেনে নিতে না পেরে ব্যাট ছুঁড়ে মেরেছিলেন তিনি। আউট হওয়ার আগে খেলেন ৫১ বলে ২০ রানের ইনিংস। তার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আবাহনী। শেষ পর্যন্ত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকতের দৃঢ়তায় ৫০ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৪ রান জমা করে তারা। মোসাদ্দেক ৬৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেছেন। এর আগে পারভেজ খেলেছেন ৭৪ বলে ৫০ রানের ইনিংস। অগ্রণী ব্যাংকের বোলারদের মধ্যে শহিদুল ইসলাম ৪৪ রানে নেন চারটি উইকেট। এছাড়া রুয়েল মিয়া ও শুভাগত হোম প্রত্যেকে দুটি করে উইকেট নেন। রবিউল হক ও নাঈম হাসান নেন একটি করে উইকেট।