পেসার আভেশ খানকে পুল করে মিড-অন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে চার মারলেন বিরাট কোহলি। আর তাতেই ভারতের ব্যাটিং গ্রেটের নাম খোদায় হয়ে গেল ইতিহাসের পাতায়। ক্রিকেট রেকর্ডের বরপুত্র গড়লেন আরেক কীর্তি। স্বীকৃত টি-টোয়েন্টি ক্রিকেটে কোনও একটি দলের হয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অনেক আগে থেকেই কোহলির। এক্ষেত্রে এবার বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিনি স্পর্শ করলেন ৯ হাজার রানের মাইলফলক। মাইলফলকটি ছুঁতে আইপিএলে মঙ্গলবার লক্ষেèৗ সুপার জায়ান্টসের বিপক্ষে কোহলির প্রয়োজন ছিল ২৪ রান। রান তাড়ায় পঞ্চম ওভারে আভেশকে বাউন্ডারি মেরে কাক্সিক্ষত ঠিকানায় পৌঁছান ৩৬ বছর বয়সী ব্যাটসম্যান। ১০ চারে ৩০ বলে ৫৪ রান করে আউট হয়ে যান তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ২৭১ ইনিংসে কোহলির রান এখন ৯ হাজার ৩০। গড় ৩৯.৬০ আর স্ট্রাইক রেট ১৩৩.৬৯। ৮টি সেঞ্চুরির পাশে ফিফটি আছে ৬৫টি। এই তালিকায় কোহলির ধারে কাছেও কেউ নেই। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ২৩০ ইনিংসে ৬ হাজার ৬০ রান করে দুইয়ে আছেন আরেক ভারতীয় ব্যাটসম্যান রোহিত শার্মা।
ক্রিকেট
অনন্য ইতিহাস গড়লেন কোহলি
পেসার আভেশ খানকে পুল করে মিড-অন ও মিডউইকেটের মাঝামাঝি দিয়ে চার মারলেন বিরাট কোহলি।