আগে থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে দলে নেই তাসকিন। জানা গেছে, চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না তার। সেই চোট সারাতে তাকে দেশের বাইরে যেতে হচ্ছে। ২৯ এপ্রিল তাসকিনের জন্য ইংল্যান্ডের এক চিকিৎসকের সিরিয়াল নেয়া হয়েছে, এর আগেই সেখানে থাকবেন তিনি। ইংল্যান্ডে চিকিৎসককে দেখানোর পর সিদ্ধান্ত নেয়া হবে পরবর্তী বিষয়ে। তবে বেশ কিছুদিন আগে থেকেই দেশে চোট পুনর্বাসনের প্রক্রিয়া অনুসরণ করে যাচ্ছেন তাসকিন। তাসকিনের এই ইনজুরি থেকে শতভাগ মুক্তি পেতে আরও উন্নত চিকিৎসার লক্ষ্যেই তাকে বাইরে পাঠানো হচ্ছে। এর আগে বিসিবির চিকিৎসক দেবাশীষ জানিয়েছিলেন, বাঁ পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক এই বৃদ্ধি নিয়েই তাকে চলতে হবে, খেলতে হবে এটাকে ম্যানেজ করে। তাসকিনের ব্যথাটা আসলে যাওয়া-আসার মধ্যে থাকবে, ওকে ম্যানেজ করে খেলতে হবে। এদিকে, চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ফেরার পর চলমান ডিপিএলের বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন বাংলাদেশের এই তারকা পেসার।
ক্রিকেট
চিকিৎসার জন্য ইংল্যান্ড যাচ্ছেন তাসকিন
আগে থেকেই গোড়ালির ইনজুরিতে ভুগছেন পেসার তাসকিন আহমেদ। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে ইনজুরির কারণে দলে নেই তাসকিন। জানা গেছে, চট্টগ্রামে হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টেও খেলা হচ্ছে না তার।