DailySangram-Logo-en-H90
ই-পেপার আজকের পত্রিকা

ক্রিকেট

নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

চ্যাম্পিয়নস ট্রফিতে আগেই ভারত-নিউজল্যান্ড দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তবে গতকালের ম্যাচে লড়াইটা ছিল গ্রুপ

স্পোর্টস রিপোর্টার
Printed Edition
Default Image - DS

চ্যাম্পিয়নস ট্রফিতে আগেই ভারত-নিউজল্যান্ড দু'দলের সেমিফাইনাল নিশ্চিত হয়েছে। তবে গতকালের ম্যাচে লড়াইটা ছিল গ্রুপ চ্যাম্পিয়ন্স হওয়ার। সেই লড়াইয়ে জিতেছে ভারত। ভারত ৪৪ রানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এই জয়ে সর্বোচ্চ ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে গেল ভারত। আর গ্রুপ রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড। জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে টার্গেট ছিল ২৫০ রান। টার্গেটটা মোটেও কঠিন ছিলণা। কিন্তু জবাব দিতে নেমে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। ফলে ৪৪ রানের জয়ে ‘এ’ গ্রুপ সেরা হয়ে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে পেয়েছে ভারত। আগামীকাল প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে দল দুটি। পরের দিন বুধবার অপর সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়বে নিউ জিল্যান্ড।

জয়ের জন্য নিউজিল্যান্ডের সামনে ২৫০ রানের টার্গেটটা মোটেও কঠিন ছিলনা। তবে ব্যাট করতে নেমে শুরুটা তেমন ভালো করতে পারেনি নিউজিল্যান্ড। ব্যাট করতে নেমে দলীয় ১৭ রানে প্রথম উইকেট হারায় দলটি। পান্ডিয়ার বলে মাত্র ৬ রান করে মাঠ ছাড়েন ওপেনার রাচিন রাবিন্দ্র। হার্দিক পান্ডিয়ার বলে ডিপ থার্ডে দাঁড়ানো অক্ষর প্যাটেল সামনে ডাইভ দিয়ে দারুণ ক্যাচ নেন। ১৭ রানে প্রথম উইকেট হারালেও উইল ইয়াং ও কেন উইলিয়ামসন ওই ধাক্কা বুঝতে দেননি। তবে দুজনের জুটি ভেঙে যায় দলীয় ৪৯ রানে। পাঁচ উইকেট নেওয়ার পথে বরুণের প্রথম শিকার হন অপর ওপেনার ইয়াং। তিনি আউট হন ২২ রানে। ব্যাট করতে নেমে ১৭ রান করা ড্যারিল মিচেল বড় ইনিংস খেলতে না পারলেও নিউজিল্যান্ড স্বস্তির মধ্যে ছিল। কুলদীপ যাদব তাকে ফেরান। উইলিয়ামসনের সঙ্গে টম ল্যাথামের ৪০ রানের জুটি ভাঙতেই চাপে পড়ে নিউজিল্যান্ড। ১৪ রানে রবীন্দ্র জাদেজার শিকার হন ল্যাথাম। তারপর বরুণের স্পিন জাদুতে দিশেহারা কিউইরা। টানা দুই ওভারে গ্লেন ফিলিপস ১২ রান ও মাইকেল ব্রেসওয়েল ২ রানে তার শিকার হন। হাফ সেঞ্চুরি করে উইলিয়ামসন হাল ধরে রেখেছিলেন। কিন্তু অক্ষরের বলে ক্রিজ ছেড়ে মারতে গিয়ে স্টাম্পিং হন তিনি। এতেই শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের জয়ের ক্ষীণ জয়ের আশা। ১২০ বলে ৭ চারে ৮১ রানে আউট হন উইলিয়ামসন। মিচেল স্যান্টনার দুটি বড় ছক্কা মেরে ম্যাচে ফেরার আভাস দিলেও বরুণের কাছে থামেন। ২৮ রান করেন তিনি। একই ওভারে নিউজিল্যান্ডের হয়ে পাঁচ উইকেট নেওয়া ম্যাট হেনরিকে ফেরান বরুণ। ক্যারিয়ারের দ্বিতীয় ওয়ানডে ও চ্যাম্পিয়ন্স ট্রফিতে প্রথম ম্যাচ খেলতে নেমেই পাঁচ উইকেট তুলে নিলেন তিনি। কুলদীপ উইলিয়াম ও’রোর্কেকে ফিরিয়ে জয়ের আনুষ্ঠানিকতা সারেন তিনি। ১০ ওভারে ৪২ রান দিয়ে পাঁচ উইকেট পকেটে পুরেছেন বরুণ। কুলদীপ যাদব নেন দুই উইকেট।

এরআগে, টস হেরে আগে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ডের পেসারদের বোলিং তোপে ভালো করতে পারেননি ভারতের তারকা ব্যাটাররা। তবে শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেলের ৯৬ রানের জুটির উপর ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত। শেষ দিকে হার্দিক পান্ডিয়ার ৪৫ রানের ইনিংসে ৯ উইকেটে ২৪৯ রান সংগ্রহ করে দলটি। দুবাইয়ে আগে ব্যাট করতে নামে ভারত শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে। ইনিংসের তৃতীয় ওভারেই ম্যাট হেনরির বলে এলবিডব্লিউ হয়ে মাত্র ২ রান করে ফেরেন শুভমান গিল। এরপর কাইল জেমিসনের বলে স্কয়ার লেগে ক্যাচ দিয়ে ১৭ বলে ১৫ রান করে আউট হন রোহিত শর্মা। পরের ওভারেই আউট হন বিরাট কোহলি। হেনরির অফ স্টাম্পের বাইরের বলে কাট করতে গিয়ে গ্লেন ফিলিপসের দুর্দান্ত ক্যাচের শিকার হন তিনি। ৩০০তম ওয়ানডে ম্যাচে কোহলির ব্যাট থেকে আসে মাত্র ১১ রান। প্রাথমিক বিপর্যয়ের পর চতুর্থ উইকেটে ৯৬ রানের জুটি গড়ে ভারতকে টেনে তোলেন শ্রেয়াস আইয়ার ও অক্ষর প্যাটেল। তবে হাফ সেঞ্চুরির কাছে গিয়েও থামতে হয় অক্ষরকে। ৪২ রান করে রাচিন রবীন্দ্রর বলে উইলিয়ামসনের হাতে ক্যাচ দেন তিনি। আইয়ার ব্যাট চালিয়ে যান এবং ৭৫ বলে ফিফটি পূর্ণ করেন। তবে উইলিয়াম ও’রুর্কির শর্ট বলে পুল করতে গিয়ে ক্যাচ তুলে দেন তিনি। ৭৯ রানের ইনিংস খেলে বিদায় নেন আইয়ার। এরপর লোকেশ রাহুল (২৩) ও রবীন্দ্র জাদেজা (১৬) দ্রুত ফিরে গেলে শেষ দিকে হার্দিক পান্ডিয়া লড়াই চালান। ৪৫ রানের ইনিংস খেলে ভারতের স্কোর ২৪৯ পর্যন্ত নিয়ে যান তিনি। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে একাই ৫ উইকেট তুলে নেন ম্যাট হেনরি। হেনরি ছাড়া নিউজিল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নিয়েছেন কাইল জেমিসন, উইল ও'রর্কে, মিচেল স্যান্টনার ও রাচিন রাবিন্দ্রা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত---২৪৯/৯ (৫০ ওভার)

নিউজিল্যান্ড----২০৫/১০ (৪৫,৩ ওভার)

ভারত ৪৪ রানে জয়ী।