ক্রিকেট
অন্য দেশগুলোরও আইপিএলে ক্রিকেটার পাঠানো বন্ধ করা উচিত ------ ইনজামাম
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে সমালোচনার শেষ নেই। তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মন্তব্য করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। এবার বিষয়টি নিয়ে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার
Printed Edition
এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতকে নিয়ে সমালোচনার শেষ নেই। তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে মন্তব্য করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররাও। এবার বিষয়টি নিয়ে কথা বললেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ইনজামাম উল হক। যদিও প্রসঙ্গ আলাদা, তবে পরোক্ষভাবে মিল রয়েছে। ইনজামাম মূলত টেনে আনেন আইপিএলের কথা। অন্য দেশের লিগগুলোতে খেলতে দেওয়া হয় না ভারতীয় ক্রিকেটারদের। অথচ আইপিএলে ঠিকই খেলতে আসে বিভিন্ন দেশের বড় বড় তারকারা। এদিকে পাকিস্তানি ক্রিকেটাররা অবশ্য খেলতে পারেন না এই টুর্নামেন্টে। ভারত-পাকিস্তান রাজনৈতিক কারণেই এই পরিস্থিতি। একই কারণে চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ পাকিস্তানে যায়নি ভারত। ফলে হাইব্রিড মডেলে চলছে এবারের আসর। বাকি দলগুলো পাকিস্তানের পাশাপাশি ভারতের সঙ্গে ম্যাচ থাকলে যেতে হয় দুবাইয়ে। অথচ ভারতের সফর করতে হয় না এইভাবে। এটি নিয়েই মূলত হয়েছে সমালোচনা।