তিন ম্যাচের ওয়ানডে সিরিজে যেকোনো স্পিনারের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারের বিশ্বরেকর্ড গড়েছেন স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী ম্যাচে রিশাদ বল হাতে শিকার করেছেন ৩ উইকেট। প্রথম ম্যাচে ক্যারিয়ার সেরা ৬ উইকেটের পাশাপাশি দ্বিতীয় ম্যাচে পান ৩ উইকেট। সব মিলিয়ে তিন ম্যাচে মোট ১২ উইকেট শিকার করেছেন এই লেগস্পিনার। আর এতেই গড়েছেন সর্বোচ্চ উইকেটের বিশ্বরেকর্ড। এতদিন তিন ম্যাচের সিরিজে ১১ উইকেট শিকার করে রেকর্ডটি যৌথভাবে দখলে রেখেছিলেন অস্ট্রেলিয়ার লেগস্পিনার অ্যাডাম জাম্পা ও আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।
২০২২ সালে ইংল্যান্ডের এই রেকর্ড গড়েছিলেন জাম্পা। আর চলতি মাসে বাংলাদেশের বিপক্ষে সিরিজে ১১ উইকেট পান রশিদ। এদিকে সবমিলিয়ে ওয়ানডে ক্রিকেটে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় দুই নম্বরে উঠে এসেছেন রিশাদ। এই রেকর্ডটি অবশ্য এক বাংলাদেশির পেসারদের দখলে। ২০১৫ সালে ভারতের বিপক্ষে ১৩ উইকেট নিয়ে রেকর্ডটি দখলে রেখেছেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। ১২ উইকেট নিয়ে তিন ম্যাচের সিরিজে সর্বোচ্চ উইকেট শিকারের দ্বিতীয় স্থানে উইন্ডিজের সাবেক পেসার ভাসবার্ট ড্রেকস, সাবেক টাইগার পেসার মাশরাফি বিন মুর্ত্তজার সঙ্গে জায়গা করে নিয়েছেন রিশাদ।
দীর্ঘ ১৯ মাস পর ঘরের মাঠে সিরিজ জয়ের হাসি নিয়ে মাঠ ছেড়েছে টাইগাররা। সফরকারী ওয়েস্ট ইন্ডিজকে ১৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে মেহেদি হাসান মিরাজের দল। বাংলাদেশের এই সিরিজ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তরুণ স্পিন অলরাউন্ডার রিশাদ হোসেন। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও অবদান রেখে হয়েছেন সিরিজ সেরা।