ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ‘ফ্যাব ফোর’ হিসেবে পরিচিত ভারতের বিরাট কোহলি, ইংল্যান্ডের জো রুট, অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তবে পড়তির দিকে তাদের ক্যারিয়ার। এরই মধ্যে দুয়েকটি সংস্করণকে বিদায় বলেছেন তারা। ক্রিকেটবিশ্বে নতুন তারকাদের আগমনধ্বনি।পরবর্তীতে কোনো তরুণরা ক্রিকেটবিশ্ব মাতাবেন সেটি জানতে চাওয়া হয়েছিল ‘ফ্যাব ফোর’-এর অন্যতম সদস্য উইলিয়ামসনের কাছে। তিনি জানালেন পাঁচটি নাম। এর মধ্যে দুজনই ভারতীয়। উইলিয়ামসন উল্লেখ করেছেন ভারতের শুভমান গিল ও যশস্বী জয়সোয়াল, নিউজিল্যান্ডের রাচীন রবীন্দ্র, ইংল্যান্ডের হ্যারি ব্রুক ও অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিনের নাম। ক্রিকেটে নিপাট ভদ্রলোক উইলিয়ামসন প্রতিপক্ষের সামনে ব্যাট হাতে দেয়াল হয়ে দাঁড়িয়েছেন বহুবার। তার হাতে রপ্ত আছে বহু শট। ভক্তদের প্রশ্ন ছিল, অন্য খেলোয়াড়ের কাছ থেকে নেওয়া গেলে কোন শট নেবেন? জবাবে উইলিয়ামসন জানালেন বিরাট কোহলির ফ্লিক শটের কথা। একই আলাপচারিতায় উইলিয়ামসন তার ক্রিকেট হিরো সম্পর্কেও কথা বলেন। তিনি জানান, কিংবদন্তি ভারতীয় ব্যাটার শচীন টেন্ডুলকার তার ছোটবেলার আদর্শ।

উইলিয়ামসনের ভাষ্য, ‘আমার ক্রিকেট আইডল ছিল এমন একজন ব্যক্তি যিনি আসলে সেই ময়দানে (মাঠে) খেলেছিলেন যেখানে আমরা ছিলাম। শচীন টেন্ডুলকার, তিনিই কিংবদন্তি। তিনি এখনও মাঝে মাঝে খেলেন, আমি বুঝতে পারছি।’আইপিএলে দল না পাওয়া উইলিয়ামসন এবার খেলবেন পিএসএলে। তাকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। তবে তার আগে আইপিএলে ধারাভাষ্যকারের দায়িত্বে আছেন তিনি।