গতকাল ফ্লোরিডায় পাকিস্তান-ওয়েস্ট ইন্ডিজ তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচটি দুই দলই জিততে চেয়েছিল। তবে দুই দলের একের পর এক ভুল দেখে মনে হয় দুই দলই জিততে চায় না। শেষ পর্যন্ত জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। তাও শাহিন আফ্রিদির করা ম্যাচের শেষ বলে ৪ রানের সমীকরণ মিলিয়ে। টসে জিতে ব্যাটিং করতে নেমে পাকিস্তান তুলেছিল ১৩৩ রান। সেই রান ওয়েস্ট ইন্ডিজ টপকেছে ২ উইকেট হাতে রেখে ম্যাচের শেষ বলে। তাতে টি-টোয়েন্টি সিরিজে ফিরেছে সমতা। সিরিজের শেষ ম্যাচ আজ। ব্যাট হাতে এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে জিতিয়েছেন হোল্ডার ও রোমারিও শেফার্ড। এই দুজনের কল্যাণে মিলেছে শেষ তিন ওভারে ৩৬ রানের সমীকরণ। ইনিংসে ১৮তম ওভারে আফ্রিদির বলে হোল্ডার একটি ছক্কা ও শেফার্ড মারেন এক চার। তাতে সেই ওভার থেকে আসে ১২ রান। এরপর হাসান আলীর ওভার থেকে ১৬ রান তোলেন এই দুই ব্যাটসম্যান। শেষ ওভারে জিততে ওয়েস্ট ইন্ডিজের প্রয়োজন পড়ে ৮ রান।তবে ওভারের দ্বিতীয় বলেই শেফার্ডকে এলবিডব্লুর ফাঁদে ফেলেন আফ্রিদি। প্রথম ৫ বলে রান দেন মাত্র ৪। শেষ বল করতে গিয়ে ওয়াইড দিলে সমীকরণ নেমে আসে এক বলে ৩ রানে। এমন অবস্থায় আফ্রিদির মিডল স্টাম্প করা বল ব্যাকওয়ার্ড স্কয়ার লেগ ও ফাইন লেগের মধ্যে দিয়ে বাউন্ডারিতে পাঠান হোল্ডার। তাতে টানা ৬ টি-টোয়েন্টি হারের পর জয়ের মুখ দেখল ওয়েস্ট ইন্ডিজ।শেষ বলে কঠিন সমীকরণ মেলানো ওয়েস্ট ইন্ডিজই ৬.২ ওভার থেকে ১৪.৫ ওভার পর্যন্ত একটাও বাউন্ডারি মারতে পারেনি। পাকিস্তানের তিন স্পিনার মোহাম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম ও সাইম আইয়ুবের করা ১২ ওভার থেকে দলটি রান তুলতে পেরেছে ৫৩, হারিয়েছে ৬ উইকেট। ১৪ রানে ৩ উইকেট নিয়েছেন নওয়াজ।পাকিস্তান দলও ব্যাটিংয়ে শেষ ৫ ওভারে কোনো বাউন্ডারি মারতে পারেনি। শেষ ৫ ওভারে দলটি তুলেছে মাত্র ২৩ রান। সালমান আগার দল ১৩৩ রান তুলেছিল মূলত হাসান নওয়াজের ২৩ বলে ৪০ ও সালমানের ৩৮ রানের ইনিংসে। দলের ৮ জন ব্যাটসম্যানের রান ছিল এক অঙ্কের ঘরে। এর বড় কৃতিত্ব পাবেন হোল্ডারই। ১৯ রানে ৪ উইকেট পেয়েছেন তিনি। এদিন টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সর্বোচ্চ উইকেটশিকারিও হয়েছেন হোল্ডার (৮১)।