টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। টেস্ট মর্যাদা পাওয়ার মাইলফলকের দিনটাকে স্মরণীয় করে রাখতে গতকাল কেন্দ্রীয় আয়োজন রাখা হয় হোম অব ক্রিকেট মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। ২০০০ সালের ২৬ জুন, লন্ডনে অনুষ্ঠিত আইসিসির বোর্ড সভায় ১০ নম্বর দেশ হিসেবে টেস্ট খেলার মর্যাদা লাভ করে বাংলাদেশ। এরপর ১০ নভেম্বর প্রথম টেস্ট খেলতে নামে টাইগাররা। ঢাকায় বাংলাদেশের প্রথম টেস্টের প্রতিপক্ষ ছিল ভারত। গতকাল অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিসিবি সভাপতি এবং বাংলাদেশের অভিষেক টেস্টের অন্যতম সদস্য, প্রথম সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। প্রধান অতিথির বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপর আয়োজন করা হয় অনুষ্ঠানের বাকি আনুষ্ঠানিকতা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গতকাল এই দিনটাকে বিশেষভাবে পালন করার চেষ্টা করেছে। আরও বেশ কয়েকদিন আগে থেকে ‘বাংলাদেশ, সেলিব্রেটিং ২৫ ইয়ার ইন টেস্ট ক্রিকেট’ শিরোনামে বিভাগীয় শহরগুলোতে নানা আয়োজনে রজতজয়ন্তী উদযাপন করে আসছিলো। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া গর্বিত এই ক্রিকেটারদের হাতে তুলে দিচ্ছেন সম্মাননা ক্রেস্ট এবং ফুলের তোড়া। এরপর অভিষেক টেস্টের ক্রিকেটারদের নিয়ে কাটা হয় ২৫ পাউন্ড ওজনের বিশাল এক কেক। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে কেক খাইয়ে দিলেন ক্রীড়া উপদেষ্টা। এভাবেই বাংলাদেশের টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর উদযাপন হলো মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায়।