দুই দলই ফাইনাল নিশ্চিত করেছে আগেই। ফলে ম্যাচটি ছিল নিয়মরক্ষার। তবে ফাইনালের আগে এর গুরুত্বপূর্ণ ব্যাপক। কারণ জিম্বাবুয়ে চলমান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবে এই ম্যাচের দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকাই। যে কারণে দর্শকরা ভেবেছিলেন দু'দলের লড়াইয়ে জমে উঠবে ম্যাচটি, মূল ফাইনালের আগে দেখা যাবে আরও একটি ফাইনাল। কিন্তু ম্যাচটি হয়ে গেছে একপেশে। দক্ষিণ আফ্রিকাকে পাত্তাই দেয়নি নিউজিল্যান্ড, হারিয়েছে ৭ উইকেটের বিশাল ব্যবধানে। মঙ্গলবার হারারেতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে মাত্র ১৩৪ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ৭ উইকেট আর ২৫ বল হাতে জয়ের বন্দরে পৌঁছে যায় নিউজিল্যান্ড। আগে ব্যাট করা দক্ষিণ আফ্রিকার হয়ে রিজা হেনড্রিক্স ৩৭ বলে ৪১, জর্জ লিন্দে ১৫ বলে ২৩ করেন। বাকিদের কেউ ২০ রানের কোটা স্পর্শ করতে পারেননি। নিউজিল্যান্ডের হয়ে ২টি করে উইকেট শিকার করেন জ্যাকব ডাফি, অ্যাডাম মিলনে ও মিচেল স্যান্টনার।