আইপিএল ‘এল ক্লাসিকো’র ফল ছাপিয়ে রোববার রাত থেকে আলোচনায় একটি ছেলের নাম। মুম্বাই ইন্ডিয়ানসের তরুণ বোলার ভিগনেশ পুথুরের নাম রাতারাতি ক্রিকেট বিশ্ব জেনে গেছে। টি-টোয়েন্টিতে এমনিতেই রিস্ট স্পিনারদের কদর দিন দিন বাড়ছে। একেবারেই অনভিজ্ঞ হলেও পুথুর একজন চায়নাম্যান বোলার বলেই হয়তো আইপিএল দুনিয়ার সঙ্গে তাঁকে এত তাড়াতাড়ি পরিচয় করিয়ে দিতে মুম্বাই টিম ম্যানেজমেন্ট দ্বিতীয়বার ভাবেনি।তার ওপর ম্যাচের প্রথম ইনিংসে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের তো চেন্নাইয়ের এক চায়নাম্যানই সবচেয়ে বেশি ভুগিয়েছেন। চেন্নাইয়ের আফগান স্পিনার নুর আহমেদ ১৮ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরাও হয়েছেন। চেন্নাইয়ের নুরের মতো তাদেরও যে এমন একজন আছে, পুথুরকে ইমপ্যাক্ট বদলি হিসেবে খেলিয়ে মুম্বাই সেটিই হয়তো দেখাতে চেয়েছে। অথচ রোহিত শর্মার ইমপ্যাক্ট বদলি হিসেবে নামা ২৪ বছর বয়সী পুথুর এর আগে শীর্ষ পর্যায়ে কোনো ম্যাচই খেলেননি। আর আইপিএল দিয়ে শীর্ষ পর্যায়ে অভিষেকের ম্যাচটিই তিনি স্মরণীয় করে তুলেছেন ৩২ রানে ৩ উইকেট নিয়ে। তাও যেনতেন উইকেট নয়; প্রত্যেকেই চেন্নাইয়ের ‘পিওর ব্যাটসম্যান’রুতুরাজ গায়কোয়াড়, শিবম দুবে ও দীপক হুদা।এত বড় মঞ্চে অভিষেক ম্যাচ খেলতে নেমে স্নায়ুচাপে ভেঙে পড়েছেন, এমন ভুরি ভুরি উদাহরণ আছে। কিন্তু পুথুর কাল রাতে যে সাহস দেখিয়েছেন, সেটার তারিফ করতেই হয়।