গেট মানি টিভি স্বত্ব থেকে একটি অংশ পেয়ে থাকে জাতীয় ক্রীড়া পরিষদ। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তা নিয়মিত পরিশোধ করেনা। তাই পাওনা চেয়ে বিসিবির কাছে তাগাদা পত্র পাঠিয়েছে ক্রীড়া পরিষদ।মন্ত্রীপরিষদের সিদ্ধান্ত এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফেডারেশন বা এসোসিয়েশনগুলোর খেলাধূলা আয়োজনের প্রাপ্ত গেটমানি (টিকিট) থেকে ১৫ শতাংশ অর্থ জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদান করতে হয়। ২০০৮ সালে জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান নির্দেশিত আইনে খেলাধূলার বিপণন ও প্রচার স্বত্বের আয় হতে (ভ্যাট, আয়কর ব্যতীত) ১০ শতাংশ জাতীয় ক্রীড়া পরিষদের প্রাপ্য। এই দুই খাতে প্রাপ্য অর্থ চেয়ে বুধবার জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম বিসিবি সভাপতি ফারুক আহমেদকে চিঠি দিয়েছেন। ২০০৭-২০২২ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২ কোটি ৪২ লাখ ৭৭ হাজার ৩৪৭ টাকা জাতীয় ক্রীড়া পরিষদকে প্রদান করেছে গেটমানি বাবদ। জাতীয় ক্রীড়া পরিষদ প্রাপ্ত এই অর্থকে প্রকৃত প্রাপ্যের তুলনায় অনেক কম এবং বাস্তবসম্মত মনে করে না। কাক্সিক্ষত মাত্রার চেয়ে গেট মানির হিস্যা কম পেলেও প্রচার স্বত্বের এখনো কিছুই পায়নি জাতীয় ক্রীড়া পরিষদ।

২০১৯-২২ অর্থ বছরে বিসিবি গেটমানি বাবদ জাতীয় ক্রীড়া পরিষদে ৫৩ লাখ ৪৫ হাজার ৯৭৭ টাকা প্রদান করেছে। তাই জাতীয় ক্রীড়া পরিষদ ২০২২-২৩ অর্থ বছর হতে জাতীয় ও আর্ন্তজাতিক খেলা আয়োজনের প্রাপ্ত গেট মানির ১৫ শতাংশ ও প্রচার স্বত্বের আয়ের ১০ শতাংশ টাকা প্রদানের অনুরোধ জানিয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদের আয়ের অন্যতম উৎস বিসিবির এই দুই খাত।