ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টটি পাঁচ দিনে গড়ানোর সম্ভাবনা নেই। এই টেস্টটি আজ তৃতীয় দিনেই শেষ হওয়ার আভাস মিলছে। কারণ টেস্টের প্রথম দুই দিনেই হয়েছে ২৬ উইকেটের পতন। অবশ্য সিরিজ শুরুর আগেই আলোচনায় ছিল কলকাতার ইডেন গার্ডেন্সের পিচ। স্পোর্টিং উইকেটে ব্যাটার-বোলার সমান সুবিধা পাবে এবং খেলা পাঁচ দিন গড়াবে, এমনটা বলেছিলেন পিচের কিউরেটর। তবে ঘটতে যাচ্ছে অন্য ঘটনা। দুই দিনে ব্যাটারদের তীব্র অসহায়ত্ব প্রকাশ পেয়েছে। ভারতের অধিনায়ক শুভমান গিলের রিটায়ার্ড হার্ট বাদ দিলে পড়েছে ২৬ উইকেট। সর্বোচ্চ রান এসেছে লোকেশ রাহুলের ব্যাট থেকে, ৩৯। প্রথম দিন পেসারদের দিকে ম্যাচ ঝুকলেও গতকাল স্পিনারদের জয়জয়কার। দক্ষিণ আফ্রিকার স্পিনার সিমন হারমার ৩০ রান খরচায় চার উইকেট নিয়েছেন। গতি তারকা মার্কো ইয়ানসেন পান তিন উইকেট। দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে দ্বিতীয় দিন ১ উইকেটে ৩৭ রানে খেলতে নেমেছিল ভারত। তারা থেমেছে ১৮৯ রানে। রাহুল ছাড়া আর কেউ ত্রিশের ঘর ছুঁতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৯ রান ওয়াশিংটন সুন্দরের। ২৭টি করে রান করেন ঋশাভ পান্ত ও রবীন্দ্র জাদেজা। ৩০ রানের লিড নিয়েছিল ভারত। দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকা জাদেজা ও কুলদীপ যাদবের স্পিন বিষে নীল। দিন শেষ করেছে থারা ৭ উইকেটে ৯৩ রানে। সর্বোচ্চ ২৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা। তার সঙ্গে করবিন বোশ খেলছেন ১ রানে। দক্ষিণ আফ্রিকার একমাত্র ব্যাটার হিসেবে বিশের ঘরে বাভুমা। নতুন দিনে পিচ একই রকম আচরণ করলে ব্যাটারদের জন্য আরো বিপদ বাড়বে। দক্ষিণ আফ্রিকা মাত্র ৬৩ রানের লিড, হাতে তিন উইকেট। অবস্থাদৃষ্টে ভারতই জয়ের সুবাস পাচ্ছে। কিন্তু পিচের আচরণ ভিন্ন। তাতে দক্ষিণ আফ্রিকা লিড আরেকটু বাড়াতে পারলে ভারতও পড়তে পারে বিপদে।