এশিয়া কাপে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশ। প্রথম ম্যাচেই বাংলাদেশ ৭ উইকেটে হারিয়েছে হংকংকে। আজ বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ। দ্বিতীয় ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা। আজ জিতলেই টানা দুই জয়ে সুপার ফোর অনেকটাই নিশ্চিত হবে বাংলাদেশের। বাংলাদেশের এটা দ্বিতীয় ম্যাচ হলেও শ্রীলংকা আজ প্রথম ম্যাচে মাঠে নামবে। এই ম্যাচটি উভয় দলের জন্য গুরুত্বপূর্ণ। আবুধাবিতে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে ম্যাচটি। এশিয়া কাপের সুপার ফোরে যেতে শ্রীলংকার বিপক্ষে জয় পেতেই মাঠে নামবে বাংলাদেশ। এশিয়া কাপে একই গ্রুপে বাংলাদেশ-শ্রীলংকা থাকায় দুই দলের মাঝে আরও একটা রোমাঞ্চকর ম্যাচের প্রত্যাশা করছে দর্শকরা। বাংলাদেশের শেষ ম্যাচ আফগানিস্তানের সঙ্গে। আর তাই সেই ম্যাচের আগে শ্রীলংকার বিপক্ষে আজ জয়টা দলের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এরই মধ্যে কন্ডিশন সম্পর্কে বেশ ধারণা পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। অবশ্য সবশেষ কয়েক বছরে বাংলাদেশ ও শ্রীলংকার ম্যাচ আলাদা উত্তেজনা যোগ করেছে। ২০১৮ সালের নিদাহাস ট্রফির পর থেকেই মূলত লড়াইটা জমতে শুরু করেছে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথিউসের টাইমড আউট আগুনে যেন ঘি ঢেলেছে। তবে আজ শ্রীলংকার বিপক্ষে জয়ের জন্য মাঠে নামবে টাইগাররা। প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করায় আত্ববিশ্বাসে এগিয়ে আছে টাইগাররা। শ্রীলংকার বিপক্ষে মাঠে নামার আগে গতকাল সংবাদ সম্মেলনে আসা তানজিম হাসান সাকিব জানিয়েছেন, শ্রীলংকার বিপক্ষে দ্বৈরথ নিয়ে ভাবছেন না তিনি। বাংলাদেশের কাছে ম্যাচ জেতাই গুরুত্বপূর্ণ। একটা টুর্নামেন্টে আপনি যে দলের বিপক্ষেই খেলেন না কেন জেতাটা মূখ্য বিষয়। এটা হোক শ্রীলংকা, আফগানিস্তান, হোক ভারত-পাকিস্তান। সুতরাং আমরা মাঠে জেতার জন্যই মাঠে নামব। দ্বৈরথ-আমার কাছে এগুলো কোনো কিছু মুখ্য বিষয় না। ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ।’ সাকিব বলেন, ‘আমাদের অ্যাপ্রোচ একবারে সোজাসাপ্টা, আমার জেতার জন্যই মাঠে যাব। শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এটা আমাদের আত্মবিশ্বাস দেবে। আমার জেতার জন্যই মাঠে নামব। আমরা আমাদের সেরা ক্রিকেট খেলব, ইনশাআল্লাহ।’ প্রথম ম্যাচে জয়ের পর অধিনায়ক লিটন বলেন, ‘প্রথম ম্যাচ জেতা খুবই গুরুত্বপূর্ণ। গত কয়েকটি সিরিজে আমরা ভালো ক্রিকেট খেলেছি। তবে এশিয়া কাপে স্বাভাবিকভাবেই একটু চাপ চলে আসে (হাসি)। আজ আমরা ভালো খেলেছি।’ হংকংকে ১৪৩ রানে আটকে ফেলতে সক্ষম হওয়ায় বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘গত কয়েক বছরে আমাদের পেস বিভাগ সত্যিই দারুণ করেছে। আমরা একজন লেগ-স্পিনার খুঁজছিলাম এবং রিশাদ গত দুই-তিন বছরে বাংলাদেশের জন্য বেশ ভালো করেছে।’