বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে দুই দল।

শনিবার (১৮ অক্টোবর) দুপুর দেড়টায় মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে এই লড়াই।

দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফিরেছেন সৌম্য সরকার। সাম্প্রতিক সময়ে ওপেনার তানজিদ হাসান তামিম ফর্মে না থাকায়, ক্যারিবীয়দের বিপক্ষে সৌম্য ও সাইফ হাসান-কেই ইনিংসের সূচনায় দেখা যেতে পারে।

সাম্প্রতিক পারফরম্যান্সে ওয়ানডে ফরম্যাটে বেশ খারাপ সময় পার করছে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হওয়ার আগে শ্রীলঙ্কার বিপক্ষেও ২-১ ব্যবধানে হেরেছিল লাল-সবুজরা। এর পাশাপাশি চ্যাম্পিয়নস ট্রফিতে একটিও জয় না পাওয়া এবং ওয়েস্ট ইন্ডিজ সফরে ধবলধোলাই হওয়ায় ওয়ানডে এখন টাইগারদের জন্য চ্যালেঞ্জিং এক ফরম্যাটে পরিণত হয়েছে।

আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের যোগ্যতা অর্জনের লক্ষ্যে এই সিরিজটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শক্তিশালী একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা করছে স্বাগতিকরা।

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও হাসান মাহমুদ।